স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়, স্বপ্ন দেখলে হবেনা, স্বপ্নকে ভালোবাসতে হবে, আর স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে তোমাকে কঠোর পদক্ষেপ নিতে হবে, মানুষের অসাধ্য বলতে কিছু নেই, সব কিছুই মানুষের সাধ্যের মধ্যে, মনে রেখো স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করার জন্য স্বপ্নকে
ভালবাসো।
~~~ মাহিদুল
আমি সব সময় স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমি সব সময়ই নির্ভর করি আমার মনুষ্যত্বের উপর, আমি নিজেকে কখনো দুর্বল ভাবিনা, আমি মহান আল্লাহ তা‘য়ালার উপর খুব ধীর বিশ্বাস রাখি ও অনার উপর নির্ভর করে চলি, কোনো মানুষের উপর নির্ভর করে চলিনা, কারন মানুষের উপর নির্ভর করে চললে আমার পথ কখনো পোড়াবে না, ও স্বপ্ন টাও বাস্তবে রূপান্তরিত হবেনা।
~~~ মাহিদুল
স্বপ্ন দেখলে পূরণ হবে তা নয়, স্বপ্ন দেখে চেষ্টা করো স্বপ্ন টা বাস্তবে পরিণত করার, চেষ্টা করলে হয় তো স্বপ্ন টার কাছাকাছি যেতে পারবে, আর শুধু স্বপ্ন দেখে বসে থাকলে স্বপ্ন বাস্তবায়ন হবেনা, বাস্তবায়ন করতে হলে চেষ্টা করতেই হবে।
~~~ মাহিদুল
ছোট হোক আর বড়ো হোক এই পৃথিবীতে মানুষ কখনো স্বপ্ন ছাড়া জীবিত নয়, স্বপ্ন ছাড়া সেই সব ব্যক্তিরা জীবিত যারা জ্ঞানহীন অচেতন এবং মাতাল।
~~~ মাহিদুল
১৩–০৯–২০১৭
স্বপ্নবাজরা শুধু স্বপ্ন দেখে এমন না, তাঁরা স্বীয় স্বপ্নের লক্ষে পৌঁছাতে দ্বীর চেষ্টা করে থাকে, তাঁরা কখনো অন্যের পদতলে নিজের স্বপ্নকে পিষ্ট দেখে ভেঙ্গে পড়ে না, বরং আরো মনোবল শক্ত করে লক্ষ্যস্থলের প্রতি চেষ্টায় নিজের স্বপ্নকে সফল করতে অদম্য আগ্রহে চেষ্টা চালিয়ে যায়।
~~~ মাহিদুল
০২–০৪–২০২১
মানুষের স্বপ্ন দেখাটা দোষের কিছু নয় কিন্তু সেটা দোষের যে মানুষ স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ে। আপনার ঘুমহীন স্বপ্ন আপনাকে অপরিচিত অনেক মানুষদের সাথে পরিচিত করাবে চলার ক্ষেত্রে এবং স্বপ্নকে সফল করার ক্ষেত্রে। যা আপনি ঘুমিয়ে থাকলে এবং পারবে না মনে করে বসে থাকলে কখনো সেগুলি করতে পারবেন না। এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন না।
~~~ মাহিদুল
২৪–০৫–২০২১
আপনি স্বপ্ন দেখেন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সফল করার জন্য, এবং আশা রাখেন আপনার স্বপ্নে এবং চেষ্টা চালিয়ে যান নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে। স্বপ্ন এটাই! যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না যতক্ষণ না আপনি আপনার স্বপ্নে সফল হওয়ার জন্য অগ্রসর না হন ও সফল না হন ততক্ষণ পর্যন্ত।
~~~ মাহিদুল
২৪–০৫–২০২১