ধন্যবাদ জানাই তাঁদের, যাঁদের কঠোরতায়, অহেতুক হিংসায়, সমালোচনায় আমাকে নতুন করে বাঁচতে”জ্ঞান অর্জন এবং নিজের মধ্যে ত্যাগ তিতিক্ষা ও শক্ত মনোবল তৈরি করতে শিখিয়েছে তাঁর জন্য,
আমি ব্লগার মাহিদুল। আমি বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি সততা ও সত্যতার অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।