তোমাকে কথা বলা শিখিয়েছে জনগণ, তুমি তোমার নিজ থেকেই সংবিধানের দ্বায়িত্বে আসো নি, আসতে সাহায্য করেছে জনগণ, তাই তুমি যা ইচ্ছা এই খানে বলতে পারো না, এই খানে বলা মানে সারা দেশে বলা, একটা কথা স্মরণ রেখো জনগণ যাকে দ্বায়িত্ব দিতে জানে, তার থেকে দ্বায়িত্ব চিনিয়ে নিতেও জানে,
~~~মাহিদুল
সংবিধানের প্রতি শ্রদ্ধা করাই কর্তব্য, কারণ এই সংবিধান হলো আমাদের দেশের মানুষের আমানত, লক্ষ কোটি জনতার দ্বায়িত্বে গঠিত সংবিধান, আমরা সংবিধান কে বিশ্বাস করিনা বিশ্বাস করি সংবিধানের মহান ব্যক্তিদের, সংবিধান অঙ্গ সংবিধানের মানুষ বিজ্ঞ, সংবিধানের মহান ব্যক্তিদের উপর লক্ষ কোটি জনতার দ্বায়িত্ব, আর আপনারা দ্বায়িত্ব অবহেলিত হলে আপনাদের দ্বায়িত্ব জনগণ চিনিয়ে নিতে সক্ষম,
~~~ মাহিদুল