আমরা রক্ত দিয়েছি,ধর্ষিতা হয়েছি, স্বাধীনতা পাওয়ার জন্য,কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি এক দেশ থেকে এই দেশ পৃথক হওয়ার, কিন্তু এই জাতি এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি,গণতন্ত্র হয়েছে এখন সুসন তন্ত্র, মুক্তি পায়নি এখনো জনতা, আতঙ্ক বিরাজ করছে জনতার মাঝে,খুন ধর্ষন দিনে দুপুরে হচ্ছে জনতার মধ্যে, দেশের সমস্ত কাজ কর্মের ভুল ত্রুটি সংশোধনের প্রতিবাদ মুখি হয়ে উঠলে মানুষ হয়ে যায় সন্ত্রাস,জঙ্গি,মৌলবাদ,দেশ বিরোধী,আইনের চোখে, এইটার নাম স্বাধীনতা না, গণতন্ত্র না,এইটার নাম নীতিহীন দ্বায়ীত্বহীন শোষণ তন্ত্র,
~~~মাহিদুল