যারা ক্ষমতার অপব্যবহার করে রাজনীতি করে দেশের সাধারণ মানুষ কে বিভ্রান্ত করছে, তাদের কাছে কখনো দেশ ও জাতির কল্যাণ আশা করোনা, বাঙ্গালী জাতি একবার ভুল করলে শুদ্রে নেওয়ার চেষ্টা করো তা না হলে দেশ ও জাতি কখনো ক্ষমতাসীন রাক্ষসের ছোবল থেকে রেহাই পাবে না,
~~~মাহিদুল
ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারাই ধর্ম দ্রোহী,
~~~মাহিদুল
বাংলাদেশের রাজনীতির উপকৃতি হলো মৃত্যু,
~~~ মাহিদুল
বাংলাদেশ তখনই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে যখন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করবে,
~~~ মাহিদুল
আমাকে দূর থেকে গুলিবিদ্ধ করে হত্যা করা সম্ভব কিন্তু আমার মতো একটা ছেলে তৈরী করা তোমাদের পক্ষে অসম্ভব,
~~~ মাহিদুল
যে রাজনীতি মানুষ কে সততার পথ দেখায় না, মানুষ দের প্রতি সহানুভূতি দেখায় না, অন্যের উপকৃত করে না, মানুষ দিগকে সম্মান করা ও দেশের কল্যাণ করতে শিখায় না, সে আবার কিসের রাজনীতি,
~~~ মাহিদুল
গণতান্ত্রিক দেশে গণতান্ত্রের যেই সব অধিকার ঐ সব না থাকলে, নাগরিকদের প্রতি সঠিক সংবিধানের দ্বায়ীত্ব না থাকলে, চাকরির জন্য দলের লোকদের কম অর্থ ও বিরোধী দলের লোকদের বেশি অর্থ দিয়ে চাকরি পেতে হলে, বাঁক স্বাধীনতা না থাকলে, তাহলে তাঁকে গণতান্ত্রিক দেশ বলা যায় না, তাঁকে ক্ষমতাধীন রাজনৈতিক দলের দেশ বলে,
~~~ মাহিদুল
ব্যক্তিত্ব, ব্যাংক ব্যালেন্সের রাজনীতি যারা করে তারা কখনো জাতিকে কিছুই দিতে পারে না,
~~~ মাহিদুল
পদমর্যাদার জন্য রাজনীতি না করে, দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করো, তাহলে দেশ এবং দেশের মানুষ তোমাদের থেকে উন্নতি এবং সু রাজনৈতিক জ্ঞান লাভ করতে পারবে,
~~~ মাহিদুল