the truth author

রাজনীতি

যারা ক্ষমতার অপব্যবহার করে রাজনীতি করে দেশের সাধারণ মানুষ কে বিভ্রান্ত করছে, তাদের কাছে কখনো দেশ জাতির কল্যাণ আশা করোনা, বাঙ্গালী জাতি একবার ভুল করলে শুদ্রে নেওয়ার চেষ্টা করো তা না হলে দেশ জাতি কখনো ক্ষমতাসীন রাক্ষসের ছোবল থেকে রেহাই পাবে না,

~~~মাহিদুল

 

ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারাই ধর্ম দ্রোহী,

~~~মাহিদুল

 

বাংলাদেশের রাজনীতির উপকৃতি হলো মৃত্যু,

~~~ মাহিদুল

 

বাংলাদেশ তখনই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে যখন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করবে,

~~~ মাহিদুল

 

আমাকে দূর থেকে গুলিবিদ্ধ করে হত্যা করা সম্ভব কিন্তু আমার মতো একটা ছেলে তৈরী করা তোমাদের পক্ষে অসম্ভব,

~~~ মাহিদুল

 

যে রাজনীতি মানুষ কে সততার পথ দেখায় না, মানুষ দের প্রতি সহানুভূতি দেখায় না, অন্যের উপকৃত করে না, মানুষ দিগকে সম্মান করা দেশের কল্যাণ করতে শিখায় না, সে আবার কিসের রাজনীতি,

~~~ মাহিদুল

 

গণতান্ত্রিক দেশে গণতান্ত্রের যেই সব অধিকার সব না থাকলে, নাগরিকদের প্রতি সঠিক সংবিধানের দ্বায়ীত্ব না থাকলে, চাকরির জন্য দলের লোকদের কম অর্থ বিরোধী দলের লোকদের বেশি অর্থ দিয়ে চাকরি পেতে হলে, বাঁক স্বাধীনতা না থাকলে, তাহলে তাঁকে গণতান্ত্রিক দেশ বলা যায় না, তাঁকে ক্ষমতাধীন রাজনৈতিক দলের দেশ বলে,

~~~ মাহিদুল

 

ব্যক্তিত্ব, ব্যাংক ব্যালেন্সের রাজনীতি যারা করে তারা কখনো জাতিকে কিছুই দিতে পারে না,

~~~ মাহিদুল

 

পদমর্যাদার জন্য রাজনীতি না করে, দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করো, তাহলে দেশ এবং দেশের মানুষ তোমাদের থেকে উন্নতি এবং সু রাজনৈতিক জ্ঞান লাভ করতে পারবে,

~~~ মাহিদুল

 

Exit mobile version