সেই যুবক যথার্থ বুদ্ধিমান যে যৌবনে ভালোবাসাকে মূল্যায়ন না করে সময়কে মূল্যায়ন করে,
~~~ মাহিদুল
০৪–০৩–২০১৬
যৌবনকাল এই নয় যে যা ইচ্ছা করে নেই, মনে রেখো যৌবনকাল একদিন শেষ হয়ে যাবে, কিন্ত যৌবনকালের পাপ পুণ্যেটা থেকে যাবে,
~~~ মাহিদুল
যে রূপ খানি যৌবনে পর পুরুষকে দেখাইতেছো, যখন বার্ধক্য আসবে তখন সে রূপ কাকে দেখাবে, তখন দেখাতে চাইলেও কেউ দেখবে না, যেমনঃ সবাই তাজা ফুলের মালা পড়তে চায়, শুকনো ফুলের নয়,
~~~ মাহিদুল
তোমরা কখনো অসৎ পথে পা দিয়োনা, যৌবন বয়সে দুটোই পথ খোলা থাকে, সৎ আর অসৎ , যৌবন বয়স হলো আমাদের পরিক্ষার বয়স, তাই পরিক্ষায় পাশ করতে হলে, তোমার সততা ধর্য আর মনুষ্যত্বের প্রতি বিশ্বাস রাখতে হবে, তোমার সততা ও ধর্য তোমার সৎ পথের নির্দিষ্ট পথ দেখাবে,
~~~ মাহিদুল
যৌবন কাল কেবল মজা লুটার জন্যেই নয়, যৌবন কাল হলো সৎ ও সুন্দর ভাবে গড়ে তোলার জন্য,
~~~ মাহিদুল
যৌবনে কি করেছিলে ভেবো একবার সময় হয়েছে এখন হিসাব নিবার, প্রবাদ
~~~মাহিদুল
তাই আসো ভাই বোন যৌবনের ইবাদত আল্লাহ্র কাছে অধিক গ্রহনযোগ্য , তাই আজান শোনার পর ঘরে দোকানে বসে থেকোনা মসজিদে চলে আসুন, ও মা বোনেরা ঘরে আজান শোনার পর নামাজ পড়ুন, শৈশব কাটালে খেলাধুলায় যৌবন বার্ধক্য অবহেলায়,মরণের পরে ইবাদত করার সে সময় তুমি পাবে কোথায়, শেখ সাদী (রহ)
সেই যুবক যথার্থ বুদ্ধিমান যে যৌবনে ভালোবাসাকে মূল্যায়ন না করে সময়কে মূল্যায়ন করে,
~~~ মাহিদুল
যদি কোনো কিছু করতে চাও তবে তোমার শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত করো, আর বার্ধক্যে তোমার শৈশব যৌবনাত্বের কর্মফলের উপর দণ্ডায়মান থাকবে,
~~~ মাহিদুল
যৌবন বয়স হলো সাহসিকতার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখি হওয়ার, সত্যনিষ্ঠতা ও ভালো মনোভাব নিয়ে গড়ে ওঠার, এই সময় টা অবহেলার মধ্যে দিয়ে কাটানোর জন্য না, নিজেকে সৎ নির্ভর যোগ্য ও জনকল্যাণ মুখি গড়ে তোলার জন্য যৌবন বয়সটাই প্রয়োজন,
~~~ মাহিদুল
যৌবন বয়স নিজেকে পাল্টানোর এবং জীবনকে সুন্দরময় করার সত্যনিষ্ঠতা ও ভালো মনোভাব পোষণ করার সাফল্যেতা অর্জন ত্যাগ ও সংগ্রাম করার শ্রেষ্ঠ প্রদক্ষেপ নেওয়ার বয়স,
~~~ মাহিদুল
২২–০৪–২০১৭
যৌবনে বিরহ নাহি চাই কভু, বৃদ্ধতে একাকিত্ব নাহি চাই প্রভু ।
~~~ মাহিদুল
২৭–০৪–২০২০
যৌবনে যে ভালোবাসার পূর্ণতা পেলোনা তাঁর কাছে না আছে যৌবন আর না আছে মন, এবং না আছে প্রেমিক হওয়ার শতগুণ। যৌবন টা তরুণ বয়সেই জন্ম নেয়, কাজেই যৌবনটা কাজে লাগাও।
~~~ মাহিদুল
২৭–০৪–২০২০