আমরা মৃত্যুকে ভয় করি, মৃত্যুর দরজা সব সময় খোলা থাকে আমাদের জন্য, আমরা মৃত্যুকে ঘৃণা করি, কিন্তু মৃত্যু ঠিকই আমাদের কে এসে নিয়ে যায় চিরস্থায়ী জগতে,
~~~মাহিদুল
আমরা যা মনে করি বয়স বাড়ে আসলে তা না, একটা দিন চলে যাওয়া মানে আমাদের বেঁচে থাকার যে বয়স নির্ধারণ করা ছিলো তার থেকে একদিন কমে যাওয়া, আর পৃথিবীতে যেই দিন বাড়ে সেটা হলো মৃত্যুর সম্মুখে উপস্থিত হওয়ার বয়স, আমাদের একদিন চলে যাওয়া মানে মৃত্যুর সম্মুখীন হওয়া,
~~~ মাহিদুল
মৃত্যু আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর,
~~~ মাহিদুল
আমি পৃথিবীর প্রয়োজনে বড়ো হয়েছি, এখন মৃত্যুর অপেক্ষায় দিন কাটাচ্ছি,
~~~ মাহিদুল
আমি মৃত্যুকে ভয় করিনা, কারণ আমি না চাইলেও সে আসবে,
~~~ মাহিদুল
হে মানুষ নিজেকে কেনো এতো উত্তাল ও হিংস্র করে তুলছো অর্থের জন্য, ক্ষমতা পাবার জন্য যে কোনো প্রদক্ষেপ নিতে হয়ে যাও প্রস্তুত, নিজের জীবন কে ভালোবাসো, যে রকম নিজের দেহ সতেজ রাখতে চাও এবং দেহটাকে ভালোবাসো ঠিক ঐ রকম অন্যদের কেও ভালোবাসো, একদিন মরে যাবে কোনো কিছুই যাবে না সঙ্গে, যখন মৃত্যু সজ্জায় থাকবে তখন এই পৃথিবীর সব কিছুই তোমার সম্মুখে এসে দাঁড়াবে, তখন যেতে চাইবে না এই পৃথিবীর সৌন্দর্য মায়া মমত্ব বড়া ভুবন ছেড়ে, যেতে চাইবে না পরিবার পরিজন রেখে, কিন্তু তারপরও যেতে হবে এই পৃথিবীর বিলাসবহুল বাড়ি গাড়ি সায় সম্পত্তি রেখে, যে অর্থের জন্য আজ হিংস্র হয়ে উঠেছো সে অর্থ সে দিন কোনো কাজেই আসবে না, যে ক্ষমতা পাওয়ার জন্য যে কোনো প্রদক্ষেপ নিতে প্রস্তুত হয়েছো, সে ক্ষমতা টাও আসবে না সেই দিন কোনো কাজে, চেষ্টা করো অর্থের জন্য ও ক্ষমতা পাওয়ার জন্য হিংস্র না হয়ে, এই পৃথিবীর মানুষ গুলোর জন্য কিছু করতে, তাঁদের কে অনুপ্রেরণা দিতে, সাহস দিতে, সৎ ও কল্যাণময় জীবন গড়ে তুলতে, যাতে তোমার মৃত্যুর পরও বেঁচে থাকো তাঁদের হৃদয় গভীরে,
~~~ মাহিদুল
আমার কাছে বিছানা হলো সব চেয়ে মহৎ জায়গা, কারণ সে জায়গায় বেশির ভাগ মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে পৃথিবী ত্যাগ করেন,
~~~ মাহিদুল
নিরব নিস্তবে পরে রবে এ দেহ, জীবন বৃত্তান্ত দেখবে তোরা চেয়ে, কত কঠিন কত কষ্টের জীবন ব্যায় করে সায় সম্পত্তি সবই রেখে গেলাম অর্পণ করে প্রিয়জনের জন্য, আজ একাই গেলাম, পৃথিবীর সৌন্দর্য মহিমান্বিত ভূবন ছেড়ে এই পৃথিবী থেকে,
~~~ মাহিদুল
মৃত্যু থেকে পালিয়ে বাঁচার মতো আমি প্রাণী নই, অতএব পরবর্তী জীবনের সুখ সাচ্ছন্দের জন্য আমার এখানেই প্রস্তুতি নিতে হবে,
~~~ মাহিদুল
১৩–১১–২০১৭
যখন দেখি মানুষের মৃত্যু, তখন ভাবি আমারো একদিন এই ভাবে মৃত্যু হবে, হঠাৎ শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে চাইলেও কাউকে কিছু বলতে পারবো না, আমরা যদি বিশ্বাস করতে পারতাম অন্তর থেকে Man Is Mortal, Allah Is watching me and Allah know my Heart এই কথাগুলো, তাহলে মৃত্যু ও সৃষ্টিকর্তার ভয়ে পৃথিবী থেকে সব রকমের অপরাধ ধীরে ধীরে নির্লিপ্ত হয়ে যেতো মানুষের কাছ থেকে,
~~~ মাহিদুল
০৮–০৪–২০১৯