মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে, মানুষ উপার্জনের পিছনে লড়াই করে, জীবনের শেষ কোথায় তা তারা জানে না কিন্তু যা কিছু উপার্জন করে দেখে মনে হয় এই পৃথিবীটা তাদের জন্যই স্থায়ীভাবে লিপিবদ্ধ করে দিয়েছে বিধাতা।
~~~ মাহিদুল
মানুষ অনেক কিছুই শিখতে পারে যদি শিখা টা তার প্রয়োজন মনে করে।
~~~ মাহিদুল
মানুষই সুখ দুঃখ উপলব্ধি করার এক মাত্রই প্রাণী।
~~~ মাহিদুল
মানুষ জানে না সে কত বছর বাচঁবে অথচ সে এতো সম্পদ উপার্জনে লিপ্ত থাকে দেখে মনে হয় সে চিরস্থায়ী জীবন নিয়ে এসেছে,আফসোস হয় ঐ সব মানুষদের দেখে, যারা বিরাট সম্পদের মালিক হয় ঠিকই কিন্তু সম্মানিত মানুষ হতে পারেনা।
~~~ মাহিদুল
মানুষ অর্থের জন্য বিপন্ন হয়ে যাবে, মনুষ্যত্বটা মানুষের কাছ থেকে উঠে যাবে, যেই বিবেক বিবেচনা দিয়ে পূর্বে ও বর্তমানে বিচার করা হতো সেই বিবেক ও বিবেচনা ভবিষ্যতে মানুষের কাছ থেকে বিচ্যুত হয়ে যাবে, মানুষের নির্দিষ্ট সময় আছে কিন্তু এই সময়ের মধ্যে তারা দশ গুণ অর্থ উপার্জন করে বেচেঁ থাকার জন্য, কিন্তু নির্দিষ্ট সময় শেষ হয়ে পড়লে মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, মানুষ যাই করে না কেনো নির্দিষ্ট সময় তাদের অপেক্ষা করছে।
~~~ মাহিদুল
দিন বদলে যাচ্ছে যুগে যুগে মানুষ ও কঠিন হয়ে পড়ছে, মায়া মমতা উঠে যাচ্ছে, মুছি গদিতে বসছে, সম্মানী ব্যাক্তি অসম্মানিত হয়ে যাচ্ছে, নেতৃত্যহীন মানুষ নেতৃত্ব দিচ্ছে, সু শিক্ষার স্থান কমে যাচ্ছে , কু শিক্ষা উপলব্ধি পাচ্ছে, টাকার কাছে মানুষ নত হয়ে পরছে,তুমি তুমিও রয়ে যাবে কিন্তু যা ত্রিভুবনে করবে তার ফল পরকালেই তোমার জন্য রয়ে যাবে।
~~~ মাহিদুল
সময়েই মানুষ কাছে আসে আবার সময়েই মানুষ দূরে সরে, মানুষ সময় কে ব্যবহার করে না কিন্তু সময় মানুষ কে ব্যবহার করে।
~~~ মাহিদুল
মানুষ যখন ভুল করে তখন বুঝেনা যে সে ভুল করছে, যখন ভুল করে ফেলে তখন বুঝে যে সে ভুল করেছে, তুমি তোমার পিছনে সরে যাওয়া দিন গুলোর কথা মনে করো, দেখবে যে তোমার পিছনে যা করেছো সব কিছু ভুল করেছো, আর ভুল তত দিন বুঝতে পারবে যত দিন তোমার শেষ নিঃশ্বাস রয়ে যাবে এই দেহে তে।
~~~ মাহিদুল
যে মানুষ কখনো কোনো কঠিন বিপদের সম্মুখীন হই নি, সে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ চিনে নি।
~~~ মাহিদুল
মানুষ যখন রোগে আক্রান্ত হয়, তখন বুঝে সুস্থ থাকার কদর, মানুষ কে বিধাতা যেই রোগে আক্রান্ত করেন না কেনো, তার সহ্য করার সামর্থ দিয়েই করেন, যার যে রোগ সহ্য করার সামর্থ আছে মনে রেখো বিধা তা থাকেই এই রোগে ভোগান্নিত করেন।
~~~ মাহিদুল
তুমি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যেমন ভাবে তুমি মানুষকে না খুঁজে মানুষ তোমাকে খুজার জন্য অস্থির হয়ে ওঠে।
~~~ মাহিদুল
যে মানুষ শুধুমাত্র নিজেই শিক্ষিত ও প্রভাবশালী হতে চায়, সে হয়তো হতে পারে, কিন্তু দেশের উন্নতি সাধন করতে পারে না, দেশের উন্নতি ও সমৃদ্ধ সমাজতন্ত্র শিক্ষাতন্র অর্থনৈতিক উন্নয়ন কে এগিয়ে নিতে নিজের যোগ্যতা শিক্ষা ও অর্থ অর্জনের পাশাপাশি অন্যকেও তোমার থেকে আরো সুনাম ধন্য ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টায় নিজেকে বিলিয়ে দাও, কেননা একটা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে একা কারো দ্বারা সম্ভব না, সবার সাহায্য ও সহযোগিতায় উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে এই দেশ খ্যাতি অর্জন করবে।
~~~ মাহিদুল
মানুষের মধ্যে কিছু প্রাণীর আকৃতি অবিকল মানুষের মতো, কিন্তু রূপ ধারণ মাঝে মধ্যে নিকৃষ্ট জানুয়ারের হয়ে যায়, এই সব মানুষকে কখনো চিনা যায় না।
~~~ মাহিদুল
গাছ পাতা তরুলতা বোধয় তারা অনেক কিছু জানে তারপরও তারা অজ্ঞ কাউকে কিছু বলতে পারে না, যদি বলতে পারতো তাহলে দার্শনিকরা মানুষের পিছে না ছুটে তাদের পিছে ছুটত।
~~~ মাহিদুল
আমার মধ্যে আপনার মধ্যে অনেক মানুষ বসবাস করছে, তারা সব খারাপ সব স্বার্থপর কখনো মনে করো না, সব মানুষের মধ্যে একজন না হলেও ন্যায়পরায়ণ স্বার্থ ত্যাগী মানুষ আছেন, সব মানুষের হৃদয়ে খারাপ মনোভাব পোষণ করে তা না, কিছু মানুষের হৃদয়ে সত্যনিষ্ঠ জাগ্রত মনোভাব পোষণ করে থাকে, মানুষ একজনকে চিনে সবাইকে চিনতে যেয়ো না, মানুষ একজনকে ঠকালে আরেক জন মানুষ আপনাকে ঠিকই ঠকাবে, তাই কখনো মানুষ চিনতে ভুল করো না।
~~~ মাহিদুল
যারা দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সাথে অন্যায় অপব্যবহার করে, তারা মানুষের মধ্যে নিকৃষ্ট জাতি।
~~~ মাহিদুল
শুধু আকার আকৃতিয়ে মানুষ হয় না, তবে যার মধ্যে মনুষ্যত্ব বিবেক বিবেচনা নীতিকথা আছে থাকেই মানুষ বলে।
~~~ মাহিদুল
কখনো ভেবো না সবাই একি রকমের মানুষ, এটা বিশ্বাস করো যে সব মানুষের মধ্যে বিপরীত কিছু মানুষ আছে।
~~~ মাহিদুল
চোখের সামনেই অনেক মানুষের আহাকার আর্তনাদ কষ্ট দেখে ভেঙ্গে পরো না,এ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো,নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করো সমাধান দিতে,কিন্তু সব সময় চেষ্টা করো না মানুষের কষ্টসাধ্য জীবন দেখতে, কিছু সময় না দেখার ও ভান করো, মানুষের প্রতি অন্ধতা মনোভাব পোষণ করো না, তোমার অন্তর ভালো তাই বলে সবার অন্তর ভালো সেটা কখনো মনে করো না, সোনা না চিনলে পিতল হয়, আর মানুষ না চিনলে জীবন বিনষ্ট হয়, তাই সব কিছুর ক্ষেত্রে ভুলের সমাধান আছে কিন্তু মানুষ এমন এক প্রাণী যে শুধু ভুল করেই যায়, পরে ভাবলে এর সমাধান খুজে পায় না।
~~~ মাহিদুল
পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে মানবতা, সভ্যতা চির অমলিন, মানুষ আজ বিপন্ন, সদ্যবুদ্ধি খুঁজে পাওয়া যায় না মানুষের কাছে, মানুষের উপর বিশ্বাস স্থাপন রাখা এখনকার মতে সব চেয়ে বড়ো ভুল, যারা সত্যে পথের প্রতীক, তারা আজ বদ্ধ ঘরে বসে আছে, মানুষ শুধু আকার আকৃতির মধ্যেই আছে, প্রকৃত মানুষ কোথায় যেনো নিস্তব্ধ হয়ে আছে, যত পারো খুজো, আকার আকৃতি রূপে মানুষ না হয়ে, মানুষের প্রতিটি গুনাবলী নিয়ে মানুষ হওয়ার চেষ্টায় নিজেকে কাজে লাগাও।
~~~ মাহিদুল
যদি সৃষ্টিকর্তা মানুষকে একে অন্যের মনের ভাবমূর্তি বোঝার ক্ষমতা দিতেন, তবে পৃথিবীর সব মানুষ প্রাণী গুলো একাকার হয়ে থাকতো।
~~~ মাহিদুল
হে মানুষ নিজেকে কেনো এতো উত্তাল ও হিংস্র করে তুলছো অর্থের জন্য, ক্ষমতা পাবার জন্য যে কোনো প্রদক্ষেপ নিতে হয়ে যাও প্রস্তুত, নিজের জীবন কে ভালোবাসো, যে রকম নিজের দেহ সতেজ রাখতে চাও এবং দেহটাকে ভালোবাসো ঠিক ঐ রকম অন্যদের কেও ভালোবাসো, একদিন মরে যাবে কোনো কিছুই যাবে না সঙ্গে, যখন মৃত্যু সজ্জায় থাকবে তখন এই পৃথিবীর সব কিছুই তোমার সম্মুখে এসে দাঁড়াবে, তখন যেতে চাইবে না এই পৃথিবীর সৌন্দর্য মায়া মমত্ব বড়া ভুবন ছেড়ে, যেতে চাইবে না পরিবার পরিজন রেখে, কিন্তু তারপরও যেতে হবে এই পৃথিবীর বিলাসবহুল বাড়ি গাড়ি সায় সম্পত্তি রেখে, যে অর্থের জন্য আজ হিংস্র হয়ে উঠেছো সে অর্থ সেই দিন কোনো কাজেই আসবে না, যে ক্ষমতা পাওয়ার জন্য যে কোনো প্রদক্ষেপ নিতে প্রস্তুত হয়েছো, সে ক্ষমতা টাও আসবে না সেই দিন কোনো কাজে, চেষ্টা করো অর্থের জন্য ও ক্ষমতা পাওয়ার জন্য হিংস্র না হয়ে, এই পৃথিবীর মানুষ গুলোর জন্য কিছু করতে, তাঁদের কে অনুপ্রেরণা দিতে, সাহস দিতে, সৎ ও কল্যাণময় জীবন গড়ে তুলতে, যাতে তোমার মৃত্যুর পরও বেঁচে থাকো তাঁদের হৃদয় গভীরে।
~~~ মাহিদুল
নিজেকে তখনই প্রকৃত মানুষদের একজন বলতে পারবে, যখন তুমি দৃশ্যমান মানুষের দুঃস্বময়ে মানবিকতা দেখাতে পারবে।
~~~ মাহিদুল
মানুষের প্রাণ তো এক, মানুষ তো মানুষই, কিন্তু কেউ ধনী কেউ গরীব, কারো চরিত্র ভালো কারো চরিত্র খারাপ, কারো মনুষ্যত্ব বিবেক বুদ্ধি নেই, আবার কারো আছে, কেউ মানুষের আকৃতির ছদ্মবেশে ভয়ংকর রুপ নেয়, আবার কেউ মানুষের বিপদে মানবিকতার হাত বাড়ায়,মানুষ একজনের স্বভাব চরিত্র বিবেচনা করে সবাইকে বুঝে নেওয়াটা একটা অজ্ঞের কাজ।
~~~ মাহিদুল
২৬–০৪–২০১৭
মানুষের উপর অন্ধ বিশ্বাস ও তোমার মনোভাব তোমাকে অন্ধকারে নিমজ্জিত করবে, কখনো মানুষের উপর অন্ধ বিশ্বাস নিয়ে চলাচল করো না, জীবনে কিছু জ্ঞান অর্জন করতে হলে বাস্তবতার সম্মুখীন প্রয়োজন।
~~~ মাহিদুল
১১–০৫–২০১৭
জ্ঞান অর্জন ও অসহায়ত্ব উপভোগ তখনই বোঝা যায়, যখন আপন মানুষ গুলো বিপদ দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়।
~~~ মাহিদুল
১৩–০৫–২০১৭
কখনো তুমি মানুষের বাহ্যিক দৃশ্য দেখে বিচার এবং বিবেচনা করতে যেওনা, এতে অনেক কিছু ভুল হতে পারে যা শুদ্রানো কষ্ট সাধ্যের বিহিরেও যেতে পারে, তাই মানুষের বাহ্যিক দৃশ্য দেখে নয় অন্তর দৃশ্য দেখে বিচার এবং বিবেচনা করাই শ্রেষ্ঠত্ব এবং মহান ব্যাক্তিদের মহত্ত্বের লক্ষ্যন।
~~~ মাহিদুল
০২–০৯–২০১৭
পৃথিবীতে অমানুষ গুলো অবিকল মানুষের মতো, তাই কখনো অমানুষদের আচরণ এবং তাঁদের কাজ দেখে ভালো মানুষদের বিচার করো না।
~~~ মাহিদুল
০৮–০৯–২০১৭
মানুষের মন হলো দু প্রকার আগুনের মতো, এক আগুন ভিতরে জ্বলে ভিতরটা কয়লার মতো কুৎসিত করে দেয়, আবার আরেক আগুন ভিতরে জ্বলে ভিতরটা সোনার মতো খাঁটি গড়ে তুলে, তাই নিজের ভিতরে ত্যাগ ও নিজের নিহিত মনকে জাগ্রত করো এবং নিজেকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনার মানুষ গড়ে তোলার চেষ্টা করো।
~~~ মাহিদুল
০৯–০৯–২০১৭
আত্মমর্যাদা, আত্মজ্ঞান, আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ, আর আত্মবিশ্বাস, আমি এই পাঁচ টিকে প্রাধান্য দিয়ে থাকি, কেননা এই পাঁচটিই মানুষকে ভালো এবং মর্যাদাসম্পন্ন করতে পারে, যদি মানুষ এই পাঁচটি বিষয়ে বুঝতে পারে।
~~~ মাহিদুল
১৬–০১–২০১৮
একজনের ভালোবাসার জন্য নিজেকে পাল্টানো নয়, বরং সমগ্র মানুষের ভালোবাসা অর্জনের জন্য নিজেকে পাল্টাও।
~~~ মাহিদুল
০৯–০৭–২০১৮
মানুষকে ভালোবাসতে হলে আঘাত সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আর আঘাত সহ্য করার ক্ষমতা থাকলে, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে।
~~~ মাহিদুল
১১–০৭–২০১৮
কখনো তাঁদের ভুলো না, কখনো একটু সুখের মধ্যে পড়ে তাঁদের প্রতি খারাপ আচরণ করো না, যাঁরা কষ্ট পেলেও তোমার ভালোর জন্য সব কিছুই করতে পারে নিঃস্বার্থভাবে, কষ্ট পেলেও সৎ বুদ্ধি দেওয়ার এবং তোমার ভালো কামনা করে, এই সব মানুষেরা কখনো সুখের সঙ্গী হতে চায় না–হতে চায় দুঃখের সঙ্গী, এই সব মানুষদের আল্লাহ্ তা‘য়ালা রচনা করেছেন কেবল হাসি আনন্দ ছড়াতে এবং প্রিয়জন থেকে নিয়ে এই পৃথিবীর মানুষদের জন্য ভালো কিছু করতে ও তাঁদের রক্ষা করতে।
~~~ মাহিদুল
০৪–০৮–২০১৮
যে প্রতিজ্ঞা ভঙ্গ করে, যে অন্যায়কে সমর্থন করে, যে মজলুমের উপর জুলুম ও সহায়কে অসহায়ত্ব করে, যে হিংসার মধ্যে পতিত হয়ে স্বার্থকে জাগ্রত করে অন্যের উপকার করে, যে ব্যক্তির চরিত্র কলুষিত ও কলঙ্কিত, সে ব্যক্তি মানুষের আকার আকৃতির মধ্যে মানুষ হলেও প্রকৃত মানুষের কোনো বৈশিষ্ট্য বোধ নেই, না সৌজন্য বোধ,না মনুষ্যত্ব,না বিবেক, আর না সু–শিক্ষা, এই সব কিছু তাঁদের মধ্যে নেই।
~~~ মাহিদুল
২৪–০৮–১৮
এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা সমাজ চাই, যেখানে থাকবে না কোনো হিংসা থাকবে না ধনী গরীব সুন্দর ও কুৎচিতদের নিয়ে ভেদাভেদ, সবাই নিজেকে এবং অপরকে মানুষ হিসেবে শ্রেষ্ঠেত্বর মূল্যায়ন করবে।
~~~ মাহিদুল
০৭–১০–২০১৮
শুধু জন্মগত ভাবে মানুষ হয়ে জন্মালে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সু–শিক্ষা নৈতিকতা সামাজিকতা ও মনুষ্যত্ববোধ কে জাগ্রত করতে হবে।
~~~ মাহিদুল
১৬–১০–২০১৯
কিছু মানুষদের আচরণ ও কার্যকলাপ দেখে তাঁদের মানুষও মনে হবে না আবার ভার্চুয়ালের মৃত আত্মাও মনে হবে না, যাঁরা অন্যের ক্ষতি, অন্যের সচ্ছলতা ও সাফল্য দেখে হিংসা, এবং অন্যায় ভাবে মানুষদের অত্যাচার ও হত্যা করে, তবে তাঁদের কি মনে করা হবে মনুষ্যত্বহীন প্রতিবন্ধী মানুষ রূপী পশু?
~~~ মাহিদুল
১৬–১০–২০১৯
পৃথিবীতে কম বেশী সব কিছুরই সমাধান আছে, কিন্তু মানুষ যখন নিজেকে দূর্বল ভেবে ভেঙ্গে পড়ে তখন তাঁর আর কোনো সমাধান থাকে না, আর যা থাকে সেটা হলো নিজেকে পূর্ণবান ভাবা এবং নিজের লক্ষ্যেস্থলের প্রতি দৃঢ় মনোভাব নিয়েই উঠে পড়া–সঠিক সময় ও সাহসিকতার সঙ্গে। আপনার মনোবল–বিশ্বাস–সাহসিকতা এবং লক্ষ্যেস্থলের প্রতি দৃঢ় চেষ্টাই পারে আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ নিতে, যা নিজেকে ভেঙ্গে পড়ার মধ্যে নয়।
~~~ মাহিদুল
১৪–০৭–২০২০
পৃথিবী সবার জন্যই নিরাপদ, কিন্তু পৃথিবীর মানুষ নামের প্রাণী গুলো সেই পৃথিবীর প্রকৃতি ও সুন্দর জীবনদের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ করে তুলে, তাঁদের চরিত্রহীনতায় ও স্বার্থের জন্য পৃথিবীটা আজ দূষিত ও কলঙ্কিত।
~~~ মাহিদুল
২৮–০৯–২০২০
পৃথিবীতে মানুষ বড়ই অদ্ভুত, একদল মানুষ গল্প লেখে, আরেক দল মানুষ গল্প তৈরি করে। একদল মানুষ সে গল্প পড়ে। একদল মানুষ মানুষকে দুঃখ–কষ্ট ও অত্যাচারে জর্জরিত করতে চায়, আরেক দল মানুষ করতে চায় মানবিকতা জাগ্রত। পৃথিবীতে মানুষেরাই সুন্দর করেছে এই পৃথিবী ও প্রকৃতি। আবার মানুষদের জন্য দূষিত হচ্ছে এই পৃথিবী ও প্রকৃতি। শুক্রাণুর সৃষ্টি সব মানুষ-“মানুষ হলেও সব মানুষ“- মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেনি মনুষ্যত্ববোধ নিজের মধ্যে অর্জিত করে। এটাই পৃথিবী–প্রকৃতি ও মানুষদের জন্য পার্থক্য ও কষ্টের কারণ।
~~~ মাহিদুল
২১–০৪–২০২১
পৃথিবীতে তিন ভাগে মানুষ বিভক্ত, এক দল মানুষ অন্যের উপকার করে তথা পৃথিবীর সব প্রাণীদেরও, দ্বিতীয় দলের মানুষ কারোর উপকার না করতে পারলেও কারো ক্ষতি করবে না। তৃতীয় দলের মানুষ অন্যের ভালো দেখতে চায় না, নিজের ভালোর জন্য ও স্বার্থ হাসিলের জন্য এবং অর্থের জন্য এই পৃথিবী–প্রকৃতি ও সব ধরণের মানুষদের জ্বালাতে শুরু করে। এই দলের মানুষদের জন্য বাদ বাকি দু ধরণের মানুষ কষ্টে ভোগে ও আর্তনাদে কাঁদে! সঙ্গে দূষিত হয় এই সুন্দর পৃথিবী ও প্রকৃতিটাও।
~~~ মাহিদুল
২১–০৪–২০২১