যদি কোনো ব্যাক্তি তার ভাগ্য পরিবর্তনের ধীর চেষ্টা না করে, তাহলে পৃথিবীর কোনো মানুষই তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না,
~~~ মাহিদুল
প্রকৃতির মধ্যে জীবন যাপন করা ও সৌন্দর্য্য উপভোগ করা সহজ, কিন্তু প্রকৃতির রূপ চিনা কঠিন, আমরা অনেক ক্ষেত্রে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে গিয়ে ভুল করি, কিন্তু এই ভুলের মাশুল দিতে গিয়ে আমাদের ভাগ্যে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে, আমাদের ভাগ্য প্রকৃতির সৌন্দর্য্য উপভোগের মধ্যে লুকাইতো নয়, আমাদের ভাগ্যে কর্মস্থলের মধ্যে লুকাইতো, খুজে দেখো বের হবেই,
~~~ মাহিদুল
আমরা বলতে পারিনা যে আমরা ভাগ্যের মালিক, কিন্তু আমরা সকলেই এটা বলতে পারি যে, আমরা সকলেই ভালো চরিত্র ও কর্ম এবং সু–শিক্ষা অর্জনের চেষ্টার মালিক, আমাদের ভালো চরিত্র হলো আমাদের সম্পদ, বিলাসবহুল বাড়ি,গাড়ী, সায়–সম্পদ, স্বাস্থ্য ও সৌন্দর্য নয়,
~~~ মাহিদুল
১২–০৮–২০১৮
তুমি তোমার ভাগ্যের মালিক তা না, ভাগ্যের মালিক সৃষ্টিকর্তা, আর তুমি তোমার চেষ্টার মালিক, যে চেষ্টায় ও ধৈর্য্য তোমার ভাগ্য পরিবর্তন করতে সহায়তা করবে, ভাগ্য মানুষের হাতের মুঠোয় নেই, কিন্তু কর্ম মানুষের হাতের মুঠোয়, যাঁর দ্বারা ভাগ্য পরিবর্তন হতে পারে।
~~~ মাহিদুল
০৩–০৯–২০২০