সততা নৈতিকতা বিশ্বস্ততার মধ্যে তুমি ব্যবসা চালিয়ে যাও, তুমি হয়তো ব্যবসা একদিন ছেড়ে দিবে কিন্তু ব্যবসা তোমায় কোনো দিন ছাড়বে না,
~~~ মাহিদুল
ব্যক্তির ব্যবসা ছোট হোক কিংবা বড়ো, কেউ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উপহাস করো না, যদি তাঁর ব্যবসা সৎ ও কর্ম সৎ হয়, তবে সে সত্যি প্রশংসার যোগ্য, নিজের ব্যবসাকে যে সম্মান ও শ্রদ্ধা করবে, ব্যবসা থাকেও শ্রদ্ধা ও সম্মান করবে, যদিও চায় সে পৃথক হতে ব্যবসা ছাড়বে না থাকে তাঁর কাছ থেকে, নিজের কিংবা অপরের ব্যবসাকে যে সম্মান করবে, ব্যবসা থাকে অনেক কিছু দান ও উন্নতি হতে সহায়তা করবে,
~~~ মাহিদুল
২৪–০৪–২০১৮