প্রবাসী যখন নিজের জন্মভূমি দেশ থেকে অন্য দেশে যায়, তখন তার আপন বলতে কেউ থাকে না, আপন বলতে থাকে চোখের জল আর বুক বড়া আর্তনাদ,
~~~ মাহিদুল
পৃথিবীর নানা প্রান্তে ছোটে আছো বাংগালী, টাকার প্রয়োজনে ট্যাগ করেছো আত্মীয় স্বজন, নিয়ে গেছো না বলা ব্যথা, বিমান দিগন্তে উড়ে গেছ প্রবাস জীবনে, কাজের শেষে রাতের আঁধারে বালিশে মাথা রেখে দু চোখ ভরা অশ্রু ভাসে, টাকার কাছে অসহায় হয়ে পড়ে রয়েছো প্রবাস জীবনে, কিছু বলার নেই কিছু শুনার নেই ফেমেলী চায় শুধু টাকা আর টাকা, প্রবাসীদের স্বরণে,
~~~ মাহিদুল
প্রবাস জীবন কষ্টের যেনেও সবাই যেতে চায়, নিজের স্বার্থের জন্য নয়, ভবিষ্যত ও পরিবার পরিজনের জন্য, প্রবাসীরা নিজে কি করলাম সেটা না ভেবে ভাবেন ভবিষ্যত ও পরিবার পরিজনের জন্য কি করলাম, দিনের বেলা হাসি রাতের বেলা চোখে জল, এই তো প্রবাস জীবন,
~~~ মাহিদুল
প্রবাসীরা ৮০% মানুষ হার্ট ও ব্রেইন স্ট্রোক করে স্ত্রীদের দেওয়া মানসিক আঘাতে,
~~~ মাহিদুল
১৫–১২–২০১৮
প্রবাসীরাই দেশের সম্পদ, তারাই পরিবার পরিজনের সুখের জন্য নিজের জীবন উৎস্বর্গ করে দিতে জানে, তাঁরাই দেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে থাকে, তাই তাঁদের আমরা খোঁজ খবর নেই রাষ্ট্রীয়ভাবে, তাঁদের বিপদে সাহায্য করি, কারণ রাষ্ট্রীয় সাহায্য ছাড়া তাঁরা কখনো বাহিরা দেশে শান্তি ও স্বস্তি এবং বিপদমুক্ত হতে পারবে না, প্রবাসীরাই পরিবার পরিজন ও রাষ্ট্রের সোনালী ভবিষ্যত,
~~~ মাহিদুল
২৪-১২-১৮
প্রবাসীদের বিপদে ও বাহিরা দেশে প্রবাসীদের বাক স্বাধীনতা রক্ষার দায়িত্ব যদি রাষ্ট্রের সরকার না নিতে পারে, যদি একজন মা-মেয়ের ইজ্জত প্রবাসে রক্ষা করতে না পারে, যদি জন্মভূমি রাষ্ট্র এর সঠিক বিচার প্রবাসের সরকারের কাছে দাবি করতে না পারে, তবে জন্মভূমি স্বদেশ প্রবাসীদের রেমিটেনসের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন হতে সহায়তা হতে পারে, কিন্তু একটা সভ্য রাষ্ট্র ও সভ্য রাষ্ট্রের নাগরিক হিসেবে কখনো মাথা উঁচু করে জাতি গর্ববোধ করতে পারবে না,
~~~ মাহিদুল
২৪-১২-২০১৮
জীবনের সচ্ছলতা ও পরিবারের মুখে হাসি ফোটাতে যাঁরা প্রবাস গমন করে তাঁরা শুধু পরিবারের জন্য ও নিজের জন্য কিছু করছে না, করছে নিজের জন্মভূমি দেশের জন্যও,
~~~ মাহিদুল
০২-০৮-২০১৯