নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী কি আমি,
নারী তোমার মা জননী বুঝো না কি তুমি।
নারী তোমার সংসারিনী জন্মদাত্রী প্রাণী,
নারী তোমার মনের বাসনা উদ্দীপনার গুণাবলী।
নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী কি আমি।
নারী তোমার মনের খায়েশ বিছানার তো সঙ্গি,
এই তো ভেবে পুরুষ তুমি সঙ্গ নেও তো সে নারীর।
নারী তোমার মা-বোন স্ত্রী কন্যা সন্তান,
নারী তোমার অর্ধাঙ্গিনী বিবাহিত সংসার।
নারী তোমার সুখের সাথী দুঃখে কাঁধে কাঁধ,
নারী তোমার অনুপ্রেরণা উন্নত সংসার।
তবে কেনো নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী হই আমি।
নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী কি আমি?
নারী আমার মূল্য আছে জানো না কি তুমি।
নারী আমি জন্মদাত্রী সংসারে রমণী।
নারী আমি মা জননী নবী রসূল জন্মদাত্রী–
বিবাহিত দম্পতি মনুষ্য জাতির জন্মদাত্রী।
যাঁর সৃজনে জগৎ সংসার আলোকিত আজ।
সেই নারী জন্ম নিয়ে অপরাধী হয় আজ।
বিবেক বুদ্ধি ঘুমন্ত রেখে বাঁচতে দেয়না যে পুরুষ,
নারীর জন্মে পুরুষ কাঁধে মাথায় দিয়ে হাত,
চিন্তা করো না কেনো পুরুষ তুমিও এক নারীর সন্তান।
নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী কি আমি।
যাঁর সৃজনে কষ্ট করি দশ মাস দশ দিন,
যাঁর ভূমিষ্ঠে শরীর মজে, মজে যৌবন ও সংসার,
সে সৃজনে হরণ করে অন্য নারীর ইজ্জত সম্মান,
নারী তোমার রত্নগর্ভা স্রষ্টার দেওয়া দান।
নারী তোমার চলার সঙ্গি উদ্দীপনার প্রাণ।
নারী ছাড়া হয় না জীবন, চলে না মনও সংসার।
তবে কেনো নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী হই আমি।
নারী আমি মা জননী ধর্ষিতা কেনো হই।
দৃষ্টি ধর্ষণ, হাতে ধর্ষণ, চ্যাটে ধর্ষণ হই,
বিভিন্ন ভাবে ধর্ষিতা হই, নারী আমি সে।
নারী হয়ে জন্ম নিয়ে অপরাধী কি আমি,
তবে কেনো পুরুষ তুমি-খোঁজো সুন্দরী রমণী।
অর্ধাঙ্গিনী আমি তোমার ধর্ষণ হতে নয়,
সম্মান নিয়ে বাঁচতে চাঁই, ধর্ষণ নিয়ে নয়।
পৃথিবীর কল্যাণে নারীর জয়ধ্বনি,
পৃথিবীর ইতিহাসে নারীই নিপীড়িনী।
যাঁর জন্য দেখলাম আমরা জগৎ ও সংসার,
সেই নারীকে ইজ্জত মোরা দিলাম না তো তাই।
নারীর মর্যাদা নারীর সম্মান দিতে চাঁই সবাই,
ধর্ম বর্ণ নির্বিশেষে নারী হলো সৃজনের এক অধ্যায়।