তুমি নিজের সেবায় নয় অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দাও, নিজের স্বার্থের জন্য নয় অন্যের স্বার্থের জন্য নিজেকে প্রস্তুত করে নাও, যেখানে অন্যায় দেখতে পাবে সেখানেই হাত উচু করে অন্যায় দমন করে নাও, দেখবে একদিন তোমার উপর দেশ ও জাতি নির্ভর করবে, আর তুমি তখনই উপযুক্ত নেতা হিসেবে দেশ ও জাতির কাছে জনপ্রিয়তা অর্জন করবে।
~~~ মাহিদুল
১৫–০৫–২০১৬
আমাদের দেশে নেতা হওয়া যায়, যে কেউ নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশ হলো নেতৃত্বের দেশ,সবাই নেতৃত্ব দিতে জানে, প্রকৃত নেতৃত্ব কয়জনে দিতে পারে, একজন প্রকৃত নেতৃত্বের নেতা দেশ ও জাতির গৌরব।
~~~ মাহিদুল
যে যেই দল করো না কেনো বিপদে কোনো নেতা সাহায্য করেনা, বিপদে টাকাই সাহায্য করে, আর পয়সা থাকলে নেতা এমনিতেই হওয়া যায়।
~~~ মাহিদুল
You Might Also Like