এ সমাজে নারীবিদ্বেষী মানুষেরাই দিন শেষে নারীদের আলিঙ্গন করে! কখনো নিজের স্ত্রীকে, কখনো পর নারীকে। সমাজে এমন কোনো নারীবিদ্বেষী পুরুষ নেই; যে কোনো নারীকে আলিঙ্গন ছাড়াই জীবিতবোধ করে।
আমি ব্লগার মাহিদুল। আমি বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি সততা ও সত্যতার অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।