the truth author

রুশ উপন্যাস সঞ্চয়ন ২

রুশ উপন্যাস সঞ্চয়ন ২ প্রথম প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। শুদ্ধস্বরের একটি বিশেষ উদ্যোগ ছিল সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞকে দিয়ে সম্পদনা করিয়ে পর্যায়ক্রমে রুশ সহ বিশ্বের ক্লাসিক সাহিত্যগুলো প্রকাশ করা। এরই অংশ হিসাবে ড. হায়াত মামুদের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল রুশ উপন্যাস সঞ্চয়ন ১, রুশ উপন্যাস সঞ্চয়ন ২এবং রুশ গল্প সঞ্চয়ন। আপনারা জানেন ২০১৫ সালের ৩১ অক্টোবরের পর থেকে শুদ্ধস্বরের পক্ষে বই ছেপে পরিবেশন করা সম্ভব হচ্ছে না। এই কারণে আগ্রহী পাঠকদের জন্য রুশ উপন্যাস সঞ্চয়ন ২ বইটি পিডিএফ ভার্সন শুদ্ধস্বরের ওয়েবসাইটে পরিবেশন করা হলো। পাঠকরা রুশ উপন্যাসের এই অসাধারণ সংগ্রহটি ফ্রি পড়তে পারবেন।

Exit mobile version