কোনো কাজে নিজেকে দূর্বল( অক্ষম ) ভেবোনা সব কাজই মানুষের সাধ্যের মধ্যে,
~~~ মাহিদুল
কখনো তোমরা নিজেদের মধ্যে বিভেদেচ্ছ ও মন মালিন্যতা সৃষ্টি করো না, কারণ এর মধ্যে দিয়ে বাহিরের শত্রু গুলো তোমাদের দুর্বল করতে চাইবে,
~~~ মাহিদুল
৩১–০৮–২০১৭
পৃথিবীতে কম বেশী সব কিছুরই সমাধান আছে, কিন্তু মানুষ যখন নিজেকে দূর্বল ভেবে ভেঙ্গে পড়ে তখন তাঁর আর কোনো সমাধান থাকে না, আর যা থাকে সেটা হলো নিজেকে পূর্ণবান ভাবা এবং নিজের লক্ষ্যেস্থলের প্রতি দৃঢ় মনোভাব নিয়েই উঠে পড়া–সঠিক সময় ও সাহসিকতার সঙ্গে। আপনার মনোবল–বিশ্বাস–সাহসিকতা এবং লক্ষ্যেস্থলের প্রতি দৃঢ় চেষ্টাই পারে আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ নিতে, যা নিজেকে ভেঙ্গে পড়ার মধ্যে নয়।
~~~ মাহিদুল
১৪–০৭–২০২০
You Might Also Like