বর্তমানে সিনেমা,নাটক ও গান এতো জনপ্রিয় কেনো দর্শকদের কাছে? সিনেমা,নাটক ও গানের অর্থবহ ছাড়াই এতো মিলিয়ন ভিউ কেনো হয়? দর্শকেরা অর্থবহ ও শিক্ষা অর্জনের প্রয়াসের লক্ষ্যে সিনেমা,নাটক ও গান দেখছে না, দেখছে দর্শকদের মনের চাহিদা পূরণের জন্য মাংস চর্বি ও ফিগার যাঁর জন্য সিনেমা, নাটক ও গানের অর্থবহ ছাড়াই মিলিয়ন ভিউ হয়। যদি হিজাব পড়ে সিনেমা করা হতো, তাহলে দর্শকদের কাছে এতো মিলিয়ন ভিউ হতো না। দর্শকরা “পেটের বুকে মরে না, চোখের বুকে মরে” যদিও তাঁর গার্লেফ্রন্ড-স্ত্রী সন্তান সন্ততি আছে কিন্তু তাঁর বুক ঠিকই লেগে যায় অন্য নারীকে দেখে। যতই অশ্লীলতার দৃশ্যে মাংস চর্বি ও ফিগার ভালো হবে ততই সিনেমার জনপ্রিয়তা বাড়বে। থাক না সিনেমা, নাটক ও গানের অর্থবহ।
~~~ মাহিদুল
২৫-১২-২০২০
যে প্রযোজক ও পরিচালকের সিনেমাতে সুন্দরী রমণী কাজ করবে না। সেখানে দর্শকের মন বসবে না। সুন্দরী রমণী হিজাবের ভিতর থেকে অভিনয় করলে সেটা হবে পরিচালকের অযোগ্যতা। পরিচালক অবশ্যই তাঁর সৌন্দর্য মাংস চর্বি ও পেটের মেদ দর্শকদের কাছে উপস্থাপন করতে হবে, যাতে করে দর্শকদের মনের ক্ষুধা নিবারণ করতে পারে চক্ষু দৃষ্টির মধ্যে দিয়ে। এতে করে লাভবান হতে পারবেন দর্শকদের কাছ থেকে।
~~~ মাহিদুল
২৫-১২-২০২০
যদি শিক্ষার আলোকে অভিনয় করা হতো সিনেমাতে। তাহলে প্রযোজক হতো বিয়াক্ষল আর অভিনেতা হতো অযোগ্যহীন। তাই যোগ্যতা ও টেলেন্ট হতে হলে সিনেমা যাই হোক্ না কেনো ক্ষুধা নিবারণের জন্য মজার সিন থাকতে হবে। কারণ আমরা ক্ষুধার্ত, আমরা শিক্ষা বুঝি না। আমরা সিনেমার সৌন্দর্য চর্বি ও ফিগারের সিন দেখেই ক্ষুধা নিবারণ করি।
~~~ মাহিদুল
২৫-১২-২০২০