হ্যাঁ, আমি খারাপ
আমি খারাপ! হ্যাঁ, আমি আসলেই খারাপ,
আমি তোমাদের তুলনায় অনেকটাই খারাপ।
হ্যাঁ, আমি অনেক খারাপ,
কারণ, আমি এখন
নিজের ভালো টা বুঝতে শিখেছি।
আমি নিজের জীবনকে –
বিপদের হাত থেকে বাঁচাতে শিখেছি।
আমি এখন শিখে গেছি,
কি করে জীবনে ভালো থাকা যায়,
কি করে একটু কষ্ট সহ্য করেও
জীবনে সফলতা আনা যায়।
হ্যাঁ, আমি অনেকটাই খারাপ,
কারণ, এখন আমি বুঝে গেছি
তোমরা আমার জীবনটাকে –
বিষন্নতায় ভরিয়ে দিতে চাও।
আমি এখন জেনে গেছি,
তোমরা আমার ভালো চাও না।
তোমরা চাও না
সাময়িক একটু কষ্ট সহ্য করেও
আমি জীবনে ভালো থাকি।
কিন্তু আমি তো জীবনে ভালো থাকতে চাই,
আমি তো আমার ভালো টা বুঝতে চাই,
আমি জীবনে সফলতা চাই।
আর এটা চাই বলেই
আমি আজ তোমাদের চোখে
হয়ে গেছি অনেক খারাপ।
কারণ, এখন আমি তোমাদের কথা শুনি না।
তোমাদের কথা শুনে এখন আমি
আমার জীবনের লক্ষ্য থেকে
পিছিয়ে আসতে চাই না।
আর আমার এই চাওয়ার জন্যই আজ
আমি তোমাদের চোখে সবচেয়ে খারাপ।
তোমরা যদি তাই ভাবো তবে হ্যাঁ,
আমিই পৃথিবীর সবচেয়ে খারাপ একজন মানুষ,
আর এতে আমার কোনো আক্ষেপ নেই।
সমাপ্ত
কবিতা আবৃত্তি
ধন্যবাদ লেখা গুলো পড়ার জন্য ও লেখা ভালো লাগলে শেয়ার করবেন।