তুমি অন্যের সাফল্যেতা দেখে হিংসা করোনা, থাকে উৎসাহিত করো, তোমার উৎসাহিতে একজন মানুষ অনেক বড়ো সাফল্যে ব্যাক্তি হতে পারে, কিন্তু তোমার হিংসায় তার কিছু ক্ষতি হবে না, বরং নিজেরই ক্ষতি হবে।
~~~ মাহিদুল
আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, আমার ব্যক্তিত্বের মধ্যে হিংসা, বিদ্বেষ, চেষ্টা ও চরিত্রহীন এবং কর্মহীন মনোভাব সৃষ্টি করে আমাকে ধ্বংসের মুখে ধাবিত করোনা।
~~~ মাহিদুল
০৪–০৩–২০২১
পরশ্রীকাতর লোকেরা নিজেরা কিছু করতে পারবে না এমন না, তাঁরাও করতে পারবে, কিন্তু তাঁরা পরশ্রীকাতর ও পরনির্ভরশীল, তাঁরা অন্যের ভালো কিছু দেখলে হিংসা করে, তাঁর জন্য তাঁরা কিছু করতে পারে না।
~~~ মাহিদুল
০৪–০৩–২০২১