the truth author

সিলেট

সিলেটিরাই এই দেশের গৌরব, এই সিলেটি ইংল্যান্ডের মতো শোনার দেশে বাংলা টাউন তৈরী করেছে, এই বাংলা ভাষা বিশ্বের চতুর্থ স্থানে আজ সিলেটিদের জন্য, আমরা সিলেটি আমরা গর্বিত, আমরা না খাওয়া মানুষের অন্য যোগাই, আমরাই এদেশের সম্মান, আমরা এই দেশকে বিশ্বের কাছে মাথা উচুঁ করে বলবো আমরা সিলেটি, আমরাই দেশের গৌরব,

~~~ মাহিদুল
১৩০৬২০১৬

 

সিলেটিরা যেমন মাছ যে বিক্রি করে, গরু যে জবাই করে, গরুর চামড়া যে বিক্রি করে, চুল যে কাটে, জুতা যে চেলাই করে, ইত্যাদি তাদের ব্যক্তিত্ব পেশা কে জাত বা বংশ মনে করে, আসলে এসবের মধ্যে কিছু না, মানুষ জীবিকা অর্জনের জন্য, যে কোনো কর্ম করতে পারে, এক্ষেত্রে কর্মকে তার সমাজ বা বংশ মনে করোনা, তাদের সমাজ একটা তারা আমাদের মতো মুসলিম সমাজের মানুষ, তাদের রক্ত আমাদের মতো ভিন্ন না , অযথা কর্মকে জাত বা বংশ মনে করে তাদের নিয়ে উপহাস করোনা, মনে রেখো কাজ করা নাম কাজ না করলে বদনাম,
~~~ মাহিদুল
২৭০৭২০১৬

 

যে জেলা বাংলাদেশের গৌরবান্বিত, যে জেলার মধ্যে ঘুমিয়ে আছেন হযরত শাহ্ জালাল (রহঃ) যে জেলা ইউরোপ তথা এশিয়ার মধ্যে সুনাম অর্জন করেছে, যে জেলার ইতিহাসে চোখে অশ্রু ঝরে পড়ে, সেই জেলার সুনাম ধন্য সন্তানেরা সুনাম রক্ষা করার জন্য সর্বদাই চেষ্টা করো,

~~~ মাহিদুল
২৪০২২০১৭

 

Exit mobile version