the truth author

সাহসী তরুণ জেগে ওঠো ✍ লেখিকা মাহমুদা তাজরিন

কবিতা– সাহসী তরুণ জেগে ওঠো

 লেখিকা মাহমুদা তাজরিন

 

যদি তুমি সত‍্যবাদী হও,

তবে কথা আস্তে কেন?

যদি তুমি সাহসী হও,

তবে থাকো লুকিয়ে কেন?

 

কেন ঐ ভীরুর মতো

ঘরের কোনে বসে থাক?

দেশের যে কি নাজেহাল অবস্থা,

সেদিকে একটু চোখ রাখ।

 

অসীম সাহস সত‍্য দিয়ে

দেশটাকে আজ রক্ষা করো,

বীরের মতো রাজপথে গিয়ে

ভয়কে আজ জয় করো।

 

এখানে সেখানে চুপি চুপি

কি সব তুমি বলে বেড়াও,

সাহসী যদি হয়ে থাক তবে

সত‍্য বলতে কেন দ্বিধা কুড়াও?

 

অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো,

মুখ খুলে আজ সত‍্য বলো,

দৃঢ় পায়ে সম্মুখ পানে

আজকে তুমি এগিয়ে চলো।

 

কি সব অন‍্যায় অত‍্যাচার

আজকে হচ্ছে দেশের বুকে,

জাতি যে আজ ধ্বংস হলো

পড়ে ঐ দুর্নীতির মুখে।

 

সবলের সব ক্ষমতা আজ

লুটে নিচ্ছে সব অধিকার,

দুর্বল শুধু তাকিয়ে আছে

তারা আজ পায়না বিচার।

 

সত‍্য সরল পথে চলেও

সমাজে তারা হয়েছে হীন,

অত‍্যাচারী মিথ‍্যুকরা ফেলে

তাদের দিকে দৃষ্টি ক্ষীণ।

 

এমনি করেই কি চলবে শুধু

ঐ সবলের অত‍্যাচার?

দুর্বলরা কি সব সময়ই,

খাবে তাদের হাতের মার?

 

ধর্ষিতা হচ্ছে মা বোনেরা

চোখের সামনে দেখছো চেয়ে?

প্রতিবাদের আগুনে জ্বলো

প্রতিহত করো জনসম্মুখে।

 

তোমার মাও বাইরে বেরোয়

দরকারেতে বোনটাও তোমার,

এদের যদি কোনো হায়েনা

খাবলে ধরে পেলে অন্ধকার?

 

তখন তুমি করবে টা কি?

শুধুই চুপচাপ থাকবে বসে?

নাকি তখন তোমার গায়েও

প্রতিহিংসার আগুন জ্বলবে?

 

আমার মা তোমার মা

জগৎ জুড়ে নারী জাতি

সবাই’ই আমাদের মায়ের সমান

কেউতো নয় অন‍্য জ্ঞাতি।

 

আর নয় ভীরুর মতো

ঘরের কোনে বসে থাকা,

দেশের এই সব দুর্দশাতে

এবার করো মনকে বাকা।

 

সত্য বলো সাহস নিয়ে

দাড়াও তুমি বুক ফুলিয়ে,

যুবক তরুণ কিশোর সবে

এসো হাতে হাত মিলিয়ে।

 

হটাতে হবে অন‍্যায়কে আজ

যতো আছে বড় ছোট,

দেশের বুকে হাজার হাজার

সাহসী তরুণ জেগে ওঠো।

 

সমাপ্ত 

 

ধন্যবাদ সবাইকে লেখা গুলো পড়ার জন্য শেয়ার করার জন্য।

Exit mobile version