Sat, Jan 18, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 5 minutes

আমি সব সময় আমার নিজের কর্মের উপর ভাগ্য কে বিশ্বাস করি, আমার বাবার কোটি টাকার সম্পদের উপর নয়, কারণ বাবার সম্পদ হলে পরিবারের সবার প্রতি ভাগ থাকে, আর নিজের কর্মের প্রতি কারো ভাগ থাকেনা, তাই আমি আমার বাবার সম্পদের দিকে না চেয়ে নিজের কর্মের দিকে চেয়ে রই, আর এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সাফল্যেতা।

 

~~~ মাহিদুল

 

তুমি সফল্যতা অর্জন করতে হলে তোমার মন থেকে সব ভয় দুর করতে হবে ত্যাগ করতে হবে তাহলে তুমি সফল্যতা অর্জন করতে পারবে, ভয় মানুষকে পিছু ধাওয়া করে, আর ত্যাগ মানুষকে সমন্বয়ে নিয়ে যায়।

 

~~~ মাহিদুল

 

তুমি তোমার লক্ষে পৌছাতে হলে, কঠোর পরিশ্রম সততা নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাও, কখনো ভিতু হয়োনা, মনে রেখো যা কিছু এই পৃথিবীর মধ্যে আছে সব কিছুই চেষ্টা করলে মানুষ সাফল্য অর্জন করতে পারে।

 

~~~ মাহিদুল

 

সফলতা অর্জন ঘরে বসে কখনো আশা করো না, সফলতা অর্জন এই সব কাজ থেকে আশা করো, ত্যাগ কঠোর পরিশ্রম, লক্ষ্যস্থলের প্রতি অটুট এবং ধৈর্য্য থাকতে হবে, এবং কিছু ক্ষেত্রে তোমার লক্ষ্যে কে জয় করতে হলে জীবন বাজিও রাখতে হবে, মারা গেলে মানুষ তোমার থেকে কিছু শিখবে এবং বাঁচলে অন্যদের পথ দেখাতে এবং অনুপ্রেরণা দিতে পারবে।

 

~~~ মাহিদুল
০৭০৪২০১৭

 

আমি স্মার্ট না দেখতে ভালো না, দামী পোষাক পড়তে পারি না, এই গুলো কখনো আমার কাছে সুখকর নয়, আমার কাছে সুখকর হলো সেটাই ভবিষ্যত কিভাবে সুন্দর এবং জীবনে সাফল্যেতা অর্জন করার চেষ্টা করে জয় হওয়াটাই।

 

~~~ মাহিদুল
১১০৪২০১৭

 

আমার কাছে জীবনের কোনো মূল্য নেই, আছে সাফল্যের, আমার উদ্দেশ্য লক্ষ্যে কে জয় করতে জীবন বাজিও রাখতে পারি, সে ক্ষেত্রে কখনো আমি হতাশ নই, এই জন্যই যে, যে জীবন সাফল্যের মানচিত্রে উঠতে পারেনি সে জীবনের কোনো অস্তিত্বই থাকতে পারে না।

 

~~~ মাহিদুল
১৩০৪২০১৭

 

নিজেকে অক্ষম, নিস্তেজ এবং দূর্বল মনে করো না, এতো চেষ্টা করো তারপরও সফল হওনা, এইটা কখনো হতাশ হওয়ার কিছুই নেই, নিজর মন এবং অন্তরাত্মাকে জাগ্রত করো, চেষ্টা করে হেরে যাওয়ার পরও চেষ্টা করতে থাকো, কখনো নিরাশ হয়ে পরো না, তোমার চেষ্টাও ধৈর্যে হয়তো তুমি তোমার লক্ষ্যেস্থলের অনেকটা পথ এগিয়ে এসেছো, কিন্তু তা তুমি জানো না, তাই লক্ষ্যে স্থির রেখে চেষ্টা চালিয়ে যাও।

 

~~~ মাহিদুল
১১০৮২০১৭

 

হে পৃথিবীর তরুণ তরুণীরা তুমি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদী যে ধর্মাবলীর হওনা কেনো আমি জানি তারুণ্যে বয়সটা ভালোবাসা এবং উপভোগের জন্য সবাই ব্যয় করতে চায়, কিন্তু সব চেয়ে বুদ্ধিমান তাঁরাই  যারা তারুণ্যে বয়সটা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, এবং নিজের প্রচেষ্টায় জীবনকে সুন্দর বিচিত্রময় গড়ে তুলতে সফলতা অর্জন করার জন্য কাজে লাগায়।

 

~~~ মাহিদুল
১৬০৮২০১৮

 

কখনো নিরাশ হয়ো না,হতাশাগ্রস্ত হয়ো না, ভয় পেয়োনা, যে পরিস্থিতির মধ্যে থাকো না কেনো, এবং নিজের মন কে দূর্ভল করো না, মনে রেখো অনেক সময় অসাফল্য থেকেও সাফল্যতা অর্জন করতে পারবে যদি তোমার ধৈর্য সাহস এবং জ্ঞান পরিস্থিতির মোকাবেলা করতে পারে।

 

~~~ মাহিদুল
১১০৯২০১৭

 

সাফল্যে জয়ের জন্য প্রয়োজন নিজের প্রতি আত্মবিশ্বাস, লক্ষ্যস্থলের প্রতি উচ্চাকাঙ্ক্ষা ধৈর্য সাহস চেষ্টা।

 

~~~ মাহিদুল
০১১১২০১৭

 

আমার রাতে ঘুম হয় কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হৃদয় প্রতিধ্বনিতে দেহে বলে কি করেছো কাল আর আজ কি করতে চাও, কিন্তু আফসোস বর্তমান পরিস্থিতিতে কিছুই করতে পারছি না একটু লেখা ছাড়া, তবে আমি হতাশাগ্রস্থলক্ষ্য চেষ্টা ধৈর্যহীন নই, যে আমি কিছু করতে পারবো না, এই ভেবে আছি আমি  সাময়িকভাবে কিছু করতে পারছি না তা ঠিক কিন্তু লক্ষ্যণীয় সাফল্যেমন্ডিত কাজের জন্য চেষ্টা করে যাচ্ছি তবে আমাকে ধৈর্য ধরতে হবে নিরাশ না হয়ে।

 

~~~ মাহিদুল
১৩১১২০১৭

 

আমার জীবনের সবচাইতে কঠিন সময় গুলোই আমার জীবনে সাফল্যতা নিয়ে এসেছে।

 

~~~ মাহিদুল
০৪০৫২০১৮

 

তোমার কর্মই দক্ষতা, ভালো চরিত্রই হলো পথপ্রদর্শক, লক্ষ্যেস্থলের প্রতি চেষ্টা ধৈর্য উচ্চাকাঙ্ক্ষা হলো সাফল্য অর্জন করার মাধ্যম, তোমার ভালো বিবেকই হলো মনুষ্যত্ব, এবং তোমার মাবাবার কল্যাণে কিছু করা মানে নিজের জন্য তাকরা, পৃথিবীর মধ্যে আল্লাহ্ তায়ালার উপাসনা করা মানে পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করা, যা তোমাকে চিরস্থায়ী জান্নাতে নিয়ে যেতে সক্ষম।

 

~~~ মাহিদুল
১১০৫২০১৮

 

যে পরিস্থিতির মধ্যে থেকো না কেনো, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখো, এবং ধৈর্য সহকারে চেষ্টা করতে থেকো যতক্ষণ পর্যন্ত সফল না হও, নিজের অধৈর্যের ধরুণ কখনো দেশে আসার চেষ্টা করো না, যতক্ষণ পর্যন্ত না পুলিশে ধরে দেশে না পাঠায়, আমি জানি তোমার সাহস এবং ভিতরে নিহিত ত্যাগ রয়েছে যে গুলো সময় এবং পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম, তোমার নিজের ত্যাগ ধৈর্য পরিশ্রমের ধরুন যদি সফল হও মনে রেখো তাঁতে তুমি শুধু সফল হবে না, এতে তোমার পরিবার পরিজন ভাই/বোন সফল হবে এবং তাঁদের মুখে হাসি ফুটবে।

 

~~~ মাহিদুল
২৮০৫২০১৮

 

আমি বিশ্বস্ত বলে সবাই আমার বিশ্বাসের মর্যাদা দিবে এটা আশাকরি না, আমি সাহসী বলে আমার সাথে সবাই সাহসী হবে এরকমটা ভাবলে চলবে না, আমি জীবনকে সঠিক ভাবে কাজে লাগাতে চাই, জীবনে ধৈর্য্য চেষ্টা করে সফলতা অর্জন করতে চাই।

 

~~~ মাহিদুল
১৭০৭২০১৮

 

যখন বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী হবে সফল হবে, তখন তোমাকে বরণ করে নেওয়ার জন্য অনেক মানুষ হাত বাড়াবে, আর যখন পরাজয় বরণ করবে, তখন সব মানুষের হাত পকেটেই থাকবে, এবং তোমাকে একা রেখেই মুখ ফিরিয়ে নেবেই, মানুষ সফলতা বিজয় এবং সুখের সাথী হতে চায়, খুব কম সংখ্যক মানুষ আছে যাঁরা কষ্টের মূহুর্তেও হাত বাড়িয়ে দেয় সঙ্গী বলে।

 

~~~ মাহিদুল
২০০৭২০১৮

 

সুখি হওয়ার চেয়ে সাফল্য অর্জন করা শ্রেয়, কারণ সবাই সুখি হওয়ার স্বপ্ন দেখে কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যাঁরা জীবন মানেই সফলতা খোঁজার চেষ্টা করে, এবং তাঁদের জীবন থেকে মানুষ ভালো কিছু শিখতে অনুপ্রেরণা পেতে পারে।

 

~~~ মাহিদুল
২২০৭২০১৮

 

অনেক বার চেষ্টা করেছি, অনেক বার হেড়েছি, কষ্ট পেয়েছি পরাজয় বরণ করে, কিন্তু কখনো চেষ্টা থামিয়ে যাই নি, আমার বিশ্বাস আস্থা নিজের কর্মের প্রতি যে আজ না হয় কাল আমি সফল হবো, আমাকে চেষ্টা করতে হবে ধৈর্য্য সহকারে হাজারবার পরাজয় বরণ করার পরও, হতে পারে আমার ছোট ছোট পরাজয়ে বড়ো বিজয় এনে দিতে পারে।

 

~~~ মাহিদুল
২২০৭২০১৮

 

কখনো আপনজনের দেওয়া কষ্ট, কখনো পরিবার পরিজনের দেওয়া কষ্ট, আজ আমি নিস্তব্ধ ক্লান্তঅশ্রুভরা হৃদয়ে ব্যথা বেদনা নিয়ে সুখ কে ত্যাগ করে কষ্টকে সঙ্গী করে নতুন জীবনের সূচনা আবিষ্কারের চেষ্টায় সংগ্রাম চালিয়ে যাবো যতদিন সফল না হই।

 

~~~ মাহিদুল
০২০৮২০১৮

 

পরাজয় বরণ করেছি, হেরেছি অনেক বার, চেষ্টা লক্ষ্যস্থলের প্রতি কখনো উদাসীন না হয়ে, চেষ্টা ধৈর্য্য উচ্চাকাঙ্ক্ষা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়েছি সফল হবো ভেবে, কষ্টের ভয়ে ভিতু সাহায্যকারীর জন্য পথ চেয়ে না থেকে সামনে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য।

 

~~~ মাহিদুল
১৯০৯২০১৮

 

বর্তমানে খুব ব্যর্থতার মধ্যে দিয়ে সময় অতিক্রম করছি, অনেক চেষ্টা করেও বার বার ব্যর্থ হচ্ছি, কিন্তু কি করবো, হতাশ কখনো হলে চলবে না, আমি ছেলে আমি ব্যর্থ হবো এবং সফল হবো, এটাই বিশ্বাস করি আমার কর্মে ধৈর্য্য, এবং লক্ষ্যস্থলের প্রতি উচ্চাকাঙ্ক্ষা অক্লান্ত চেষ্টায়, আমার প্রত্যেকটা ব্যর্থতা মনে করি তা শিক্ষা এবং নতুন পথের সূচনা আবিষ্কারের পথ জ্ঞান প্রদর্শক।

 

~~~ মাহিদুল
১৮১১২০১৮

 

যদি তুমি সারাজীবন কষ্টের মধ্যেসুখীহীন অবস্থায় থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভর হয়ে যাও, যদি তুমি সুখী নিজের চাওয়ার উপর বৃত্তি করে জীবন সুন্দর করে সাজাতে চাও, তবে এখন এই মূহুর্ত থেকে নিজেকে তৈরি করে নাও, নিজের হাত পা মস্তিষ্কের উপর ত্যাগ পরিশ্রমধৈর্য্য চেষ্টার মাধ্যমে।

 

~~~ মাহিদুল
০৭০১২০১৯

 

প্রাপ্তিঅপ্রাপ্তিঅর্জনবিসর্জন নিয়েই জীবন চলা, চলার পথে প্রত্যাশিত মানুষের কাছ থেকে অপ্রত্যাশিত অর্জন করা, জীবনে চাওয়া থাকতে হবে চেষ্টাধৈর্য্য উচ্চাকাঙ্ক্ষার উপর বৃত্তি করে, সাফল্যে ব্যর্থতা মানবিকতাঅমানবিকতার সম্মুখীন হয়েও লক্ষ্যস্থলের প্রতি ধৈর্য্য এবং চেষ্টা থেকে পিছিয়ে যাওয়ার মধ্যে জীবন নয়, জীবন হলো ত্যাগ তিতিক্ষা সংগ্রাম চেষ্টাধৈর্য্য উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সুন্দর জীবন নিহিত, তাঁকে জাগ্রত করি এই সুন্দর কথা গুলো কাজে লাগিয়ে।

 

~~~ মাহিদুল
১০০১২০১৯

 

মোদের জীবন নয়তো ভোগ বিলাসের আনন্দ উল্লাসে রজনীতে, কাম্য মোদের এই তো জীবন যে কর্মে দেয় প্রকালের চিরস্থায়ী সুখ।

 

~~~ মাহিদুল
১২০১২০১৯

 

তাঁরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তাঁরা তোমার স্বপ্ন বাস্তবায়নের প্রতি চেষ্টায় তোমাকে পাগল বলুক, তোমাকে অবঙ্গা করুক, হিংসা করুক, হাসি তামাশা করুক। কিন্তু সাবধান! কখনো তাঁদের ঠাট্টা অবঙ্গাকে সফল করো না! তোমার লক্ষ্যের প্রতি চেষ্টা থামিয়ে দিয়ে। মনে রেখো লোকে যখন তোমাকে নিয়ে এই সব করবে তখনই তুমি বুঝবে তোমার চেষ্টা সঠিক দিকেই আছে। স্বপ্নকে বাস্তবে রূপ নিতে চেষ্টাকৃত পাগল ছাড়া কেউ কখনো সফল হতে পারে না।

~~~ মাহিদুল
০৪০৩২০২১ 

 

Md Efaz
Web Developer
Narayanganj Bangladesh
I am a dedicated WordPress developer with 4 years of experience on Fiverr. I specialize in developing all kinds of websites and landing pages, ensuring they are professional, responsive, and visually appealing. My goal is to bring your vision to life, whether it's a business site, e-commerce store, portfolio, or any other web solution. Let's work together to create a website that perfectly fits your needs and stands out in today’s digital landscape.
 

Leave a Comment