the truth author

সভ্য জাতি

আমাদের দেশে রাত পোহালেই নিউজ পেপারে খুন, ঘুম,ধর্ষন, ছিনতাই, ডাকাতি, মারামারি হাঙ্গামা, প্রতিদিন কতো মানুষ নির্যাতন হচ্ছে, হচ্ছে কতো মানুষ খুন ঘুম, কেউ বিচার পাচ্ছে, কেউ বা পাচ্ছে না সঠিক বিচার, এসব হওয়ার একটাই কারণ এই দেশে বেকার মানুষের সংখ্যা অনেক বেশি, তাই যতদিন এই দেশে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে ঠিক ততদিন পর্যন্ত এই দেশের নাগরিক নিউজ পেপারে এই রকমের নিউজ শুনতে পাবে, এই দেশ থেকে খুন, ঘুম, ধর্ষন, ছিনতাই, ডাকাতি, মারামারি, হাঙ্গামা, উচ্ছেদ করতে, একজনের পক্ষে নয় সভার পক্ষে সহায়তা প্রয়োজন, যখন এই দেশ থেকে বেকারত্ব দূর হবে তখনই আমরা বাঙ্গালী সভ্যজাতী হিসেবে বিশ্বের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারবো,

~~~ মাহিদুল

 

Exit mobile version