the truth author

সতীত্ব নিয়ে উক্তি

আজব পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভূত, মেয়েদের ডিভোর্স হওয়ার পর দ্বিতীয়বার তাঁদের বিয়ে করতে কেউ রাজি হয় না। আবার যাঁদের বিয়ে ছাড়া ডিভোর্স হয়-তাঁদের বিয়ে সতী নারীদের মতো হয়ে থাকে, পুরুষবাদিরা গোপনে অসতের সঙ্গে সঙ্গ নিতে রাজি, প্রকাশ্যে ডিভোর্সি মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজী না।

~~~মাহিদুল

১১-১০-২০২০

আমার কাছে একজন অবিবাহিত অসতী প্রেমিক প্রেমিকা ডিভোর্সি বিবাহিত নারী-পুরুষেরা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আর যা পার্থক্য সেটা হলো বিয়ে যাঁর ডিভোর্স হয়, আর প্রেম যাঁর কোনো ডিভোর্স হয় না তাঁরা সব সময় নিজেকি সতী বলে চালিয়ে নিতে পারে। কিন্তু সত্য এটাই আসলে কেউ সতী নয়।

~~~ মাহিদুল

১১-১০-২০২০

 

 

আজব পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভূত, মেয়েদের ডিভোর্স হওয়ার পর দ্বিতীয়বার তাঁদের বিয়ে করতে কেউ রাজি হয় না। আবার যাঁদের বিয়ে ছাড়া ডিভোর্স হয়-তাঁদের বিয়ে সতী নারীদের মতো হয়ে থাকে, পুরুষবাদিরা গোপনে অসতের সঙ্গে সঙ্গ নিতে রাজি, প্রকাশ্যে ডিভোর্সি মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজী না।

~~~মাহিদুল

১১-১০-২০২০

আমার কাছে একজন অবিবাহিত অসতী প্রেমিক প্রেমিকা ডিভোর্সি বিবাহিত নারী-পুরুষেরা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আর যা পার্থক্য সেটা হলো বিয়ে যাঁর ডিভোর্স হয়, আর প্রেম যাঁর কোনো ডিভোর্স হয় না তাঁরা সব সময় নিজেকি সতী বলে চালিয়ে নিতে পারে। কিন্তু সত্য এটাই আসলে কেউ সতী নয়।

~~~ মাহিদুল

১১-১০-২০২০

Exit mobile version