the truth author

সঙ্গম নিয়ে উক্তি

সঙ্গম যেখানে পুরুষকে করে কাপুরুষ আর নারীকে করে চরিত্রহীন সে সঙ্গমের মধ্যে তৃপ্তি নেই, সঙ্গমের তৃপ্তি তখনি বোঝা যায় যেখানে পুরুষ নারী সবার জানতে ডর ভয় ছাড়া সঙ্গম করে এক সুন্দর ভবিষ্যতের বীজ বপন করার লক্ষ্যে। আর সেটা একমাত্র বিয়ে করার পরই সম্ভব।

~~~ মাহিদুল 

১৫১২২০২০

যেখানে মনের মিল নেই সেখানে না ভালোবাসা আর না সঙ্গম কোনোটাই মনের স্বস্তি মনে তৃপ্তি নিয়ে আসে না। মনের তৃপ্তি মনের মিলের জন্যেই হয়। ভালোবাসা দেয় মস্তিষ্ক মনের তৃপ্তি আর সঙ্গম দেয় শারীরিক তৃপ্তি, যেখানে ভালোবাসাহীনা সঙ্গম হয় সেখানে শারীরিক তৃপ্তি হলেও মস্তিষ্ক মনের তৃপ্তিই অপূর্ণ থেকেই যায়, মস্তিষ্ক মনো মিলের তৃপ্তি সংসারে অপূর্ণ থেকে সঙ্গমতা কখনো সঙ্গমে পূর্ণতা সংসারে শান্তি বয়ে নিয়ে আসে না। সংসারে শান্তি মনো মিল ভালোবাসার মাধ্যমে সঙ্গমেই হয়।

~~~ মাহিদুল 

১৫১২২০২০

যে সংসার সৃষ্টিকর্তা সৃজন করেছেন আমরা সেই সংসার রচনার আশায় পাপহীন সঙ্গম করি। এবং রচনা করি এক সুন্দর মানবসভ্যতার।

~~~ মাহিদুল 

১৫১২২০২০

Exit mobile version