সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র আকর্ষণীয় হওয়ার কথা, কিন্তু তা না হয়ে সুন্দর চেহারা আকর্ষণীয়, আর এর জন্যেই সংসারে দিন দিন অশান্তি বৃদ্ধি পাচ্ছে।
~~~ মাহিদুল
যেখানে মনের মিল নেই সেখানে না ভালোবাসা আর না সঙ্গম কোনোটাই মনের স্বস্তি ও মনে তৃপ্তি নিয়ে আসে না। মনের তৃপ্তি মনের মিলের জন্যেই হয়। ভালোবাসা দেয় মস্তিষ্ক ও মনের তৃপ্তি আর সঙ্গম দেয় শারীরিক তৃপ্তি, যেখানে ভালোবাসাহীনা সঙ্গম হয় সেখানে শারীরিক তৃপ্তি হলেও মস্তিষ্ক ও মনের তৃপ্তিই অপূর্ণ থেকেই যায়, মস্তিষ্ক ও মনো মিলের তৃপ্তি সংসারে অপূর্ণ থেকে সঙ্গম–তা কখনো সঙ্গমে পূর্ণতা ও সংসারে শান্তি বয়ে নিয়ে আসে না। সংসারে শান্তি মনো মিল ও ভালোবাসার মাধ্যমে সঙ্গমেই হয়।
~~~ মাহিদুল
১৫–১২–২০২০
যে সংসার সৃষ্টিকর্তা সৃজন করেছেন আমরা সেই সংসার রচনার আশায় পাপহীন সঙ্গম করি। এবং রচনা করি এক সুন্দর মানবসভ্যতার।
~~~ মাহিদুল
১৫–১২–২০২০