the truth author

শিক্ষিত

দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষিতের কোনো প্রয়োজন নেই, এগিয়ে নিয়ে যেতে হলে সু শিক্ষার প্রয়োজন,

~~~ মাহিদুল

 

পৃথিবীতে সবাই কাল্পনিক চরিত্র নিয়ে কাব্য রচনা কবিতা তৈরি করতে পারে, কিন্তু সবাই বাস্তবতার কাব্য রচনা কবিতা তৈরী করতে পারে না, কেননা সবাই কাল্পনিক গ্রন্থে শিক্ষিত,

~~~ মাহিদুল

 

বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে দলীয় স্বার্থের জন্য, শিক্ষার স্বার্থের জন্য না, যদি শিক্ষার স্বার্থের জন্য হতো তাহলে দিনে দুপুরে নির্জন অন্ধকারে শিক্ষিত ব্যক্তিরা মানুষদের নির্মম ভাবে হত্যা করতো না, কারণ জন্যই তারা অপরাধী হচ্ছে কারণ তাঁদের শিক্ষার মধ্যে সুশিক্ষা না,

~~~ মাহিদুল

 

Exit mobile version