the truth author

শিক্ষক

শিক্ষকের কাছ থেকে যদি ছাত্ররা ভালো কিছু শিখতে না পারে, তাহলে সেই ছাত্ররা দেশ জাতিকে কি শিখাবে,

~~~ মাহিদুল

 

ছাত্র ছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে ভালো কিছু শিখতে না পারলে, জাতিকে তারা কি শিখাবে, দেশ জাতিকে এগিয়ে নিতে প্রধানত দরকার সুশিক্ষা, দ্বিতীয়ত কর্ম ব্যবস্থা, তৃতীয়ত সভ্যতা, আর সব জাতিদের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ,

~~~ মাহিদুল
২১০৬২০১৬

 

বিদ্যা বড়ো ধন, রক্তের বাদন, যদিও পড়তে না পারে টাকার কারণ, বিদ্যা শিখে আমরা বিলিয়ে দিবো মানুষের মাঝে, দেখবে আর মূর্খ নেই শিক্ষিত দেশে, তখন জাতি হাসি মুখে বিদ্যায় করবে দান, বিদ্যা শিখে দেশ থেকে জঙ্গি করবো প্রত্যাখান, দেশ বিদেশ ঘুরবো আমরা দেশের সুনাম করে, বিশ্বের মানুষ শিক্ষা নিবে বাংলাদেশের কাছে, জঙ্গি সন্ত্রাস বিমোচন হবে শিক্ষার মাথা দিয়ে, অনুরোধ রইলো শিক্ষার গতি বাড়িয়ে দিতে সরকারের কাছে, সব শিক্ষকদের বলি তোমায় সু শিক্ষা করো দান, দেশের জাতী দেশের গৌরব মোদের সম্মান,

~~~ মাহিদুল
০৬০৮২০১৬

 

সুশিক্ষা অর্জন করা শিক্ষকদের শিক্ষার পাশাপাশি নিজেও তা ভালো দিক বিশ্লেষন করে চেষ্টা করা সে জ্ঞান অর্জন করে কাজে লাগানো,

~~~ মাহিদুল

 

Exit mobile version