the truth author

শান্ত হোক এই পৃথিবী

পৃথিবীটা কাদঁছে আজ
কাদঁছে লোক সকল।

নির্মমতার কাছে লড়ছে মানুষ
করছে মৃত্যুবরণ।

জীবন নামের প্রাণে আজ- নেই কোনো ই দাম
পথে ঘাটে মরছে প্রাণ-পায়নি তাঁর জবাব।

লড়ছে মানুষ,করছে মৃত্যু!
জীবনেরি তাগিদে।
জীবন নিয়ে আজ হচ্ছে সংশয়
বাঁচারি লড়াইয়ে।

বাচঁতে হলে লড়তে হবে
প্রকৃতির নিয়মে।
অপরাধীরা মুক্তি পাচ্ছে
ক্ষমতারি বড়াইয়ে।

কেউ যুদ্ধ করছে দেশ রক্ষার্থে
কেউ যুদ্ধ করছে দেশ দখলে।

নির্মমতার কাছে বন্ধি মুখ!
পরাধীন হচ্ছে আজ-স্বাধীন দেশের মানুষ।

গণতন্ত্রের নামে আজ চলছে রাষ্ট্রে শোষণনীতি!
কে করবে আজ জবাবদিহি
কে চাইবেই বা বিচার।

অন্যায় টা আজ অন্যায় নয় যেনো–
হয়েছে বৈধ্য নীতির কাছে!
অপরাধীরা আজ বাহিরা হাঁটছে
নির্যাতিতরা কারাবাসে।

এই দেখে পৃথিবীটা কাদঁছে আজ!
বলছে হে লোক সকল।
মানুষের মনের সংস্কার চাই
পোশাকের তো নয়।
ভাতৃত্য রক্ষা হোক
নির্মমতার হোক পরাজয়।

দেশ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে–
হই মোরা ভাই।
পৃথিবীর সৌন্দর্য রক্ষার্থে
চলো সবাই এগিয়ে যাই।

Exit mobile version