the truth author

লেখক সম্পর্কিত উক্তি

লেখকেরা একটা সুন্দর লেখা আমাদের কে উপহার দেন অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে, তারা নিজ থেকে এমন সুন্দর কথা বাহির করেন মানুষ তাদের জানা বোঝার জন্য, এবং তাদের নিয়ে রিচার্জ করার জন্য, তাই আমরা তাঁদের লেখা কপি নয় ফরোয়ার্ড করে নিজের নাম নয়, তাঁদের লেখা পড়ে মন থেকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের নিয়ে রিচার্স করে চেষ্টা করি, তাঁদের মতো নিজেকে তৈরি করতে।

 

~~~ মাহিদুল
২১০৯২০১৬

 

আমি লিখতে লিখতে কলমের কালি ডায়েরীর পাতা বোধ হয় শেষ করে দিতে পারি,কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত বলে যেতে চাই,অল্প কথায় অনেক, কিন্তু সেই সময় আমি লিখতে বলতে পারবো না,চাইলেই নিজেকে তোমাদের সম্মুখে উপস্থিত করতে পারবো না,তোমাদের ছেড়ে একাই যেতে হবে এই পৃথিবী ছেড়ে, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত বুক ভরা আর্তনাদ নিয়ে পরকালের ঠিকানায়।

 

~~~ মাহিদুল

 

প্রত্যেক মানুষের ভিতরে ভালো কিছু থাকে যদি তা মানুষ খুঁজতে পারে, তবে সেই ভালো কিছু বলতে লিখতে পারে, মানুষকে সম্মান এবং তাঁদের প্রতি সহানুভূতি করাই শ্রেষ্ঠত্ব, আমি কবি না ভালো লেখকও না, কিন্তু মাঝে মধ্যে নিজের মন থেকে ভালো কিছু গুছিয়ে লেখার চেষ্টা করি।

 

~~~ মাহিদুল
১৭০৯২০১৭

 

তুমি যদি কোনো কিছু ভাবো তবে তা সাথে সাথে লিখে নাও, এবং বর্তমান দৃশ্য উপলব্ধি করে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করো সময় নিয়ে, এতে করে তুমি খুব সুন্দর ভাবে উপন্যাস কাব্য রচনা তৈরী করতে পারবে, যা তুমি পরে চেষ্টা করে পারবে না।

 

~~~ মাহিদুল
০১১১২০১৭

 

তুমি যদি কোনো কিছু ভাবো তবে তা সাথে সাথে লিখে নাও, এবং বর্তমান দৃশ্য উপলব্ধি করে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করো সময় নিয়ে, এতে করে তুমি খুব সুন্দর ভাবে উপন্যাস কাব্য রচনা তৈরী করতে পারবে, যা তুমি পরে চেষ্টা করে পারবে না।

 

~~~ মাহিদুল
০১১১২০১৭

 

একজন রাজনীতিবিদ ইতিহাস তৈরি করতে পারে কিন্তু একজন লেখক সাহিত্যিক সে ইতিহাস সুন্দরভাবে গুছিয়ে লিখার চেষ্টা করে ভবিষ্যত প্রজন্মের জন্য।

~~~ মাহিদুল
১৬০৫২০২১ 

 

Exit mobile version