১৯৭১ সালের রাজাকারকে চিনা যায়, কিন্তু বর্তমানের রাজাকারকে চিনা যায় না, ১৯৭১ সালের রাজাকারের চেয়ে বর্তমানের রাজাকারেরা খুব ভয়াবহ।
~~~ মাহিদুল
২০১৬
পৃথিবীতে রাজাকার বলতে কি কিছু আছে? আমরা যাঁরা নিজেদের দেশের মানুষকে রাজাকার বলি, অন্য দেশ তাঁদেরকে বলে মুক্তিযোদ্ধা, অন্য দেশ যাঁরা নিজেদের মানুষদের রাজাকার বলে আমরা বলি তাঁদেরকে মুক্তিযোদ্ধা, তাহলে রাজাকার কারা? সবাই তো মুক্তিযোদ্ধা।
~~~ মাহিদুল
১৭–০৮–২০২১
You Might Also Like