the truth author

যুদ্ধ নয় শান্তি চাই

যুদ্ধ নয় শান্তি চাই
ইউক্রেনিয়ার মুক্তি চাই
স্বাধীন দেশে হামলা কেনো
জবাব চাই-জবাব চাই?

ক্ষমতা অস্ত্রের জুড়ে লড়াই করছে
রাশিয়ানরা তাঁদের সামর্থ্য ঘিরে!

আত্মসমর্পণন করবো না আমরা
লড়াই করবো মোরা শেষ নিঃশ্বাসে।

দেশের জন্য লড়বো আমরা
করবো যুদ্ধ জীবন বড়।

মোরা দেখিয়ে দিতেছি আজ বিশ্বকে!
লড়াই কেমন করে করতে হয় জুলুমকারীদের বিরুদ্ধে।

ইউক্রেনিয়ায় হামলা কেনো?
জবাব চাই, জবাব চাই।

নিরীহ মানুষ মরছে কেনো?
বিচার চাই বিচার চাই।

ক্ষমতা অস্ত্রের থেকেও শক্তিশালী ইউক্রেনিয় জনগণের আত্মবিশ্বাস।
হবো একদিন মুক্তি!
স্বাধীনতা এনে দেবো এটাই আমাদের চুক্তি।
জীবনের প্রতি নেই কোনো ভয়
মরণ হবে একদিন
সেটা যেনো হয় দেশ প্রেমে জয়।

মোরা ভয় করিনা রাশিয়ার পরমাণু বোমার হুংকার!
মোরা বিশ্বাস করি মোদের আত্মবিশ্বাস।

তবুও পিছু হটবো না আমরা কামানের ভয়ে!
লড়াই করবো আমরা মাথা উঁচু করে।

বিচার হবে একদিন বিশ্বের আদালতে
নিরিহ মানুষ হত্যার জবাব দিবে নিজ ভূখন্ডে।

নিজ ভুখন্ডের মানচিত্র রক্ষার্থে
জীবন দিবো মোরা হাসি মুখে
লড়াই করবো লড়াই চলবে
নিজ ভুখন্ড রক্ষার্থে।

এজাতি বীরের জাতি
ইতিহাস আছে তাই।
গৌরব মোদের- আছে সম্মান
তাই তো যুদ্ধ ক্ষেত্রে
লড়াই করে মরতে চাই।

তবুও আমরা যুদ্ধ নয় শান্তি চাই।
স্বাধীন দেশে হামলা কেনো
বিচার চাই-বিচার চাই?

ব্লগার ও লেখক মাহিদুল
লেখাঃ- ২৫-০৯-২০২২

Exit mobile version