Wed, Jul 16, 2025

Have a Nice Day

0 comments 488.6K views
🕗: < 1 minute

মৃত্যু চাঁই তুমি পুরুষদের এই পৃথিবীতে

লেখকঃ- মাহিদুল ইসলাম আল্ মাহ্দী 
লেখার তারিখঃ- ০৯-১০-২০২০ ইংরেজি
ব্যশ্যা পুরুষ হয়েছি আমি জানছে না তো কেউ।
সতীত্ব হাড়া পুরুষ আমি চিনছে না তো বৌ।সতী নারী চিনে পুরুষ, সতী খোঁজে সবে।
এসবে কেউ চিন্তা করে না-নিজের চরিত্র কিসে।

নিজে খুঁজি আরাম আয়েস, খোঁজি আবার সতী,
বুঝি না তো আমি কি পাবো-সতীসিদ্ধি নারী।
নিজে ভালো জগৎ ভালো ওহে পুরুষ সকল,
নিজের কাছে ইজ্জত তোমার অমূল্য রতন।

এক বছরের সম্পর্ক-পনেরো মিনিটের সুখ,
কে তুমি পুরুষ চিনতে দিলিনা তোমার ঐ মূখ।
মুখোশ পড়ে ঘুরছো তুমি সততার কথা বলে,
আসলে তুমি সুযোগ পেলে নারীর সঙ্গ ধরো।

প্রথম সম্পর্ক-প্রথম ভালোবাসা,
মিথ্যাবাদী তুমি পুরুষের কথা।
মিষ্টি সুরে প্রেমিক হয়ে-সততার কথা বলে,

বিছানায় নাও নারী,
দশ মিনিটের আরাম আয়েস জন্ম হয় সেই প্রাণী।
আরাম আয়েসে রাজি তুমি পিতা হতে নয়,
এ কেমন পুরুষ তুমি দুর্ঘটনায় মর।বিছানায় নিতে নারী,
খোঁজো না তো বড়ো ছোটো মাঝারি।
বিবাহিত দম্পতি- কলোনি থেকে পাগলী–

হ্যাথাহ্যাথ ভুলে সঙ্গ নিতে রাজি।
তবে কেনো পুরুষ–

বিয়েতে খোঁজো কম বয়সি সুন্দরী রমণী।

ছলনা-প্রবঞ্চনা, মিথ্যা ভালোবাসার ফাঁদে,
চিন্তা করছে তুমি-বিছানায় সঙ্গি করেছ কতো নারী।

সব কিছু ভুলে তুমি খোঁজো সতিসিদ্ধি নারী,
মৃত্যু চাঁই তুমি পুরুষদের,
দূষণ মুক্ত হোক্ এই পৃথিবী।

নিঃর্ভয়ে নিঃশ্বাসে ছোটে চলুক দিনে রাতে মা জননী।
বিশ্বাসের গতি জন্ম নিক আবার পৃথিবীতে,
ছলনা-প্রবঞ্চনা, মিথ্যা ভালোবাসার মৃত্যু হোক্ এই প্রকৃতিতে।
সতীত্ব রক্ষা হোক্ সব নারী জাতিদের,
মৃত্যু চাঁই তুমি পুরুষদের এই পৃথিবীতে।

সমাপ্ত
 
 
ধন্যবাদ সবাইকে লেখা গুলো পড়ার জন্য ও শেয়ার করার জন্য।
Blogger_Mahidul_Is a Bangladeshi_Secular_blogger
Mahidul Islam
Blogger And Worker
Sines, Portugal

আমি ব্লগার মাহিদুল। আমি‌ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি‌ সততা ও‌ সত্যতা‌র অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।

Leave a Comment