ফিলিস্তিনের ছোট বাচ্চাদের অপরাদ কি তাঁরা হত্যা হওয়ার?
ফিলিস্তিনের ছোট বাচ্চাদের হাতে অস্ত্র কেন? তাঁদের
এখন পড়াশোনার বয়স, নির্মমভাবে হত্যা হওয়ার বয়স নয়, এবং সেই সব বাচ্চারা অস্ত্র বহনের পক্ষে যথেষ্ট বয়সী নয়। ফিলিস্তিনের ছোট বাচ্চাদের হাতে অস্ত্র কেন? বিশ্ব মানবতা কি তাঁর জবাব দিতে পারবে? বিশ্বের শান্তিকামী দেশগুলো কি এর জবাব দিতে পারবে?
ফিলিস্তিনের লোকেরা কেন তাঁদের নিজস্ব অঞ্চলে লড়াই করছে?
ফিলিস্তিনের লোকেরা ইহুদিদের প্রতি মানবতার জন্য ভালোবাসা দেখিয়ে নিজেদের দেশে বরণ করে আশ্রয় দিয়েছিল। কিন্তু আজ ইহুদিরা ফিলিস্তিনিদের তাঁদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করতে তাঁদেরকে হত্যা করছে। এবং ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলিদের হাত থেকে নিজেদের অঞ্চল কে রক্ষা করার জন্য লড়াই করছে। ফিলিস্তিনিরা খুন ও ধর্ষণ হচ্ছে, অনেকেই নিজস্ব ভূমি ত্যাগ করে ভিটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বিশ্ব শান্তিকামী মানুষ গুলো আজ দেখে নিরব কেন?
ফিলিস্তিনিদের অপরাধ কি তাঁদের ভূখণ্ড ত্যাগ করার?
যখন মুসলিমরা অন্যায় ভাবে হত্যা হয়, যখন তাঁরা অন্যায়ের কাছে পরাজিত হয়ে নিজেদের ভূখণ্ড ও দেশ ত্যাগ করে চলে যায় তখন বিশ্ব মানবতা ও বিশ্ব শান্তিকামী দেশ নীরব থাকে কেনো?
চায়নার উইঘুর মুসলিম হত্যা ও ধর্ষণ এবং তাঁদের পরাধীনতার শিকলে বন্দি দেখে বিশ্ব মানবতা চুপ ছিলো কেনো?
মায়ানমারের মুসলিম রোহিঙ্গা হত্যা ও তাঁদের নাগরিকত্ব বাতিল করা এবং তাঁদের দেশ ত্যাগ করতে বাধ্য করা ও ধর্ষণ করা দেখে বিশ্ব মানবতা তখনও চুপ ছিলো! কিন্তু কেনো?
যাঁরা মুসলমানদের উপর ধর্মের নামে অন্যায় ভাবে হত্যা ও অত্যাচার করতেছে, সেই সঙ্গে ছোট শিশু বাচ্চারাও তাঁদের বর্ববর অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না, সেই সব হত্যাকারীরা তাঁরা কি শুধু মাত্র ধর্ম লঙ্ঘন করছে, আর না সেই সাথে মানবতা লঙ্ঘন করছে?
ধর্ম সম্পর্কে আমার কিছু উক্তি নিম্নে লিখে দিলাম।
বিশ্বের একটি দেশেও যদি একজন মুসলমান থাকে আর ইসলামের শরিয়ত বিরোধী আইন তাঁহার বিরুদ্ধে পাস হয়, তবে এই আইন প্রতিহিত করার জন্য বিশ্বের প্রত্যেক টা দেশের মুসলমানদের জন্য জিহাদ করা কর্তব্য।
~~~ মাহিদুল
২৭-০২-২০১৬
যে প্রকৃত ভাবে নিজের ধর্মকে বিশ্বাস করে, সে কখনো অন্যের ধর্ম সমন্ধে নিন্দা স্বরূপ কথা বলবে না।
~~~ মাহিদুল
০৩-০৬-২০১৬
আমরা ভিতু নই, আমরা দূর্বল নই, নাই থাক কোনো অস্ত্র, আছে বুকে মনোবল ও সাহস, আমরা নির্যাতিত, তবুও চাই শান্তি, আমরাই একালের শ্রেষ্ঠ যোদ্ধা,চাই না লড়তে, ধর্ম ইসলাম, চাই শান্তি।
~~~ মাহিদুল
১৪-০৬-২০১৬
দূর করো যত কুসংস্কার, পরিত্যাগ করো পাপ, বরণ করে নাও সত্যনিষ্ঠকে, ভালো মনুষ্য করো সঞ্চয়, পরিহার করো যত মানুষ থেকে অন্ধ বিশ্বাস, সব রকমের পাপ আর লাঞ্ছনা ধর্ম দ্রোহীদের বিরুদ্ধে করো লড়াই, প্রয়োজনে সংগ্রাম।
~~~ মাহিদুল
০৭-০৮-২০১৬
আত্নঘাতী হামলা, অন্যায়ভাবে নিজ ধর্ম থেকে অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে হত্যা করা, এরকম মানুষেরা আকার আকৃতির মধ্যে মানুষ, কিন্তু তাঁদের রুপ ভয়ঙ্কর, যারা এরকম করে তাঁরা কখনো ধর্ম বিশ্বাসী না, তাঁরা হলো ধর্মদ্রোহী।
~~~ মাহিদুল
তুমি মুসলমান জাতিকে বাচাতে যদি সাত সাগর তের নদী পার হতে হয় তবে তুমি হও, কখনো অন্যায় অত্যাচার কে সমর্থন করোনা যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত থাকো অন্যায় অত্যাচারদের বিরুদ্ধে, কখনো পিচ পা হয়োনা জুলুমকারিদের ভয়ে, একটা কথা মনে রেখো তোমার সাহসে একটা জাতি হয়তো বাচতে পারবে আর তোমার ভয়ে পুরোটাই জাতি ধ্বংস হয়ে যাবে।
~~~ মাহিদুল
শরীর সতেজ রাখতে যেমন খাবার প্রয়োজন, ঠিক তেমনি মুসলিমদের জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য সর্বদাই জিহাদ করা প্রয়োজন।
~~~ মাহিদুল
কখনো ভয় করিনি, কখনো মৃত্যুর সামনে ধারাই নি, কখনো হাতে অস্ত্র তুলিনি, কিন্তু যখন আমরা মুসলিম হাতে অস্ত্র তুলবো তখন এই পৃথিবীর প্রত্যেকটা জুলুম ও নির্যাতনকারীর বিরুদ্ধেই তুলবো, আর সেটা হবে মুসলমানদের বাঁচানোর স্বার্থে।
~~~ মাহিদুল
০৮-১২-২০১৬
আমরা মুসলিম ঐক্যবদ্ধ হলে বিধর্মীরা যদিও সংখ্যায় বেশি হয় তারপরেও তাঁরা পালানোর জায়গা পাবে না, কারণ আমরা হক ও ইনসাফের পক্ষে লড়াই করবো বাতিল দের বিরুদ্ধে, আমরা জিহাদ করবো আল্লাহর দ্বীনের জন্য, আমরা লড়বো কাফেরদের জুলুম নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে।
~~~ মাহিদুল
০৪-০৯-২০১৭
আমাদের ঐক্যের জন্য আমরাই ধ্বংস হচ্ছি, আমাদের প্রত্যেকটা সেক্টরে নাইট টেম্পলার ও ক্রুসেড বাহিনীরদেওয়া গুপ্তচর কাজ করতেছে, যাঁদেরকে আমরা মুসলিম বলে জানি, বিধর্মীদের দেওয়া অর্থের বিনিময়ে যাঁরা নিজেদের ধর্মের সাথে বিশ্বাস ঘাতকতা করছে, এবং বিধর্মীদের দেওয়া সেই সব গুপ্তচর কে মুসলিম বলে আমাদের মধ্যে বিস্তার করতে সহায়তা করেছে, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে সেই সব ধর্মবিক্রেতাদের চিনতে পারবো না, এবং চিনতে পারবো না বিধর্মীদের দেওয়া সেই সব গুপ্তচরকে, ততক্ষণ পর্যন্ত আমরা যদি সংখ্যায় বেশিও থাকি তারপরেও যুদ্ধে জয় হওয়াটা কষ্ট সাধ্যের বাহিরেও হতে পারে।
~~~ মাহিদুল
২২-০৯-২০১৭
আমার ভাইয়েরা ইহুদি খ্রিষ্টান হিন্দু বৌদ্ধদের হাতে নির্মম ভাবে হত্যা হচ্ছে আর বোনেরা হচ্ছে ধর্ষিতার স্বীকার হয়ে হত্যা, এই নির্মম পরিহাসের সাক্ষী আমরা যোগ যোগ ধরে থাকতে চাই না, আমরা এর প্রতিবাদ চাই, বিচার চাই, প্রয়োজনে শান্তি রক্ষার জন্য ও সঠিক বিচার পাবার জন্য লক্ষ্য মুসলিম তরুণ-যুবক ঘরে বসে থাকবে না, হাতে অস্ত্র বুকে কালেমার জিকির অন্তরে দ্বীন প্রতিষ্ঠার ফিকির নিয়ে জিহাদ করার জন্য প্রস্তুত আমরা।
~~~ মাহিদুল
২৩-০৯-২০১৭
যদি মানুষ ধর্মের ক্ষেত্রে নগদে বিশ্বাসী না হয়ে বাকীতে বিশ্বাসী হতো, বিশ্বাসী হতো পরকালের লম্বা সফরের জীবন নিয়ে, এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্যে হলো পরবর্তী জীবনে শান্তিতে থাকার জন্য মুসাফির দুনিয়াতে নেক আ’মল করা যা বাকীতে বিশ্বাস করলে পরবর্তী জীবনে মহান আল্লাহর ইচ্ছায় শান্তিতে চিরকাল অবস্থান করবে জান্নাতী হয়ে।
~~~ মাহিদুল
১৩-১১-২০১৭
একজন মুসলিম সাহসী ব্যক্তির চেহারা জুলুম ও নির্যাতনকারীর অস্ত্রের চাইতেও দাঁড়ালো, একজন বিচক্ষণ মুসলিম সৈনিক একজন বিধর্মীদের দেওয়া সেনাপ্রধানের চেয়েও অধিক বুদ্ধি ও যুদ্ধ কৌশল প্রাপ্ত হয়, কারণ তাঁদের সাহসিকতার উদ্দেশ্য হয় মজলুমদের জুলুম থেকে ও ইসলামকে রক্ষা করার জন্য।
~~~ মাহিদুল
১২-০৫-২০১৮
দ্বীন প্রতিষ্ঠার জন্য, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের জন্য, নিজের দেশের ভূমি রক্ষা করার জন্য, যদি আমার যুদ্ধ ও সংগ্রাম করতে ভয় হয়, তবে আমি আল্লাহ্ তা’য়ালার কাছে প্রার্থনা করি কাফেরদের অস্ত্রের আঘাতে যেনো আমার ঘাড় থেকে মাথা দু খন্ড হয়।
~~~ মাহিদুল
১৩-০৫-২০১৮
জয় হোক ইসলামের, জয় হোক সত্যের, জয় হোক মুসলমানদের, পরাজিত হোক মুসলিম নামের সেই সব মুখোশধারী ও অত্যাচারীদের, আল্লাহ্ মহান, আল্লাহ্ মহান।
~~~ মাহিদুল
১৭-০৫-২০১৮
মহৎ ব্যক্তিরা সব ধর্মের এবং সব গোত্রের লোকেদের কাছ থেকে সম্মান পেয়ে থাকে, তাঁদের সম্মান পাওয়ার পিছনে অর্জন টা হলো ভালো কর্ম।
~~~ মাহিদুল
১৩-০৬-২০১৮
বর্তমান মুসলমানেরা শিয়ালের ন্যায়, জুলুমবাজ ও অত্যাচারীদের অন্যায় দেখে প্রতিবাদ নয় গর্ত খুঁজে প্রাণ বাঁচানোর জন্য, এই সব মুসলমানদের শিয়াল হওয়ার পিছনে ভয় হলো প্রকৃত নেতৃত্বের, যদি এই সব মুসলমানদের ভয় ভীতি ও গর্ত থেকে বের করতে হয়, এবং সব মুসলমানদের এক পতাকার কালিমার নীচে এক করতে হয়, তবে প্রয়োজন হলো স্বার্থ ত্যাগ করে প্রকৃত নেতৃত্ব দিয়ে কালিমার বিজয় অর্জন করা, জুলুমবাজ ও অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
~~~~ মাহিদুল
১৭-০৬-২০১৮
আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুসলিম, তারপর আমি একজন মানুষ, এবং তারপর আমি সব ধর্মকে সম্মান করি ও সব ধর্মের মানুষকেও, কেননা আমার কাছে একজন মানুষ হলো স্রষ্টার সৃজন, আর এই সৃজনের ধর্ম হলো তাঁর স্রষ্টা কে খুশি করার জন্য, তাই আমি স্রষ্টার সৃজন ও তাঁর ধর্মকে শ্রদ্ধা করি, কখনো তাঁর ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও উপহাস করার চেষ্টা করি না, কারণ আমি একজন মুসলিম আর এটাই হলো আমার শিক্ষা।
~~~ মাহিদুল
৩০-০৪-২০১৯
আফসোস হচ্ছে পরবর্তী মুসলিম প্রজন্মের জন্য, যাঁদের অধিকাংশদের মধ্যে থাকবে না কোর-আন ও হাদিসের জ্ঞান, কেননা বর্তমান প্রজন্মদের জন্মের পর থেকেই স্কুল কলেজ ভার্সিটিতে পিতা-মাতা পড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, পার্ট টাইম ধর্মীয় শিক্ষা না দিয়ে স্কুল কলেজের শিক্ষার জন্য সন্তানদের অতি উৎসাহিত করছেন, এই সব প্রজন্ম থেকে প্রজন্মরা কি করে ধর্মীয় শিক্ষার জ্ঞান অর্জন করবে? আমাদের সচেতনতা এবং ধর্মীয় শিক্ষার ধরুন আমাদের ভবিষ্যত প্রজন্মরা ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারবে, আর তা না হলে আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকলে ধর্মের প্রতি গুরুত্বটাও থাকবে না, এই ভাবে মুসলমানরা ধর্মীয় শিক্ষার অভাবে ক্ষতিগ্রস্ত ও মুসলমানদের ঐক্য নষ্ট হবে, যদি এখন থেকে আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধর্মের সঠিক শিক্ষার জন্য প্রস্তুত করতে পারি, যদি এখন থেকে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মের শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তবে মনে রেখো তাঁদের মাধ্যমেই ধর্ম জাগ্রত ও বিধর্মীদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে ভবিষ্যত মুসলিম প্রজন্মরা, কারণ তাঁরা বুঝবে মুসলমানদের বিপদে একে অন্যের পাশে থাকা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া, কাউকে হ্যাঁয় প্রতিপন্ন না করা, সব ধর্মের মানুষকে সম্মান করা, কারোর ধর্ম নিয়ে উপহাস না করাই হলো শান্তির ধর্ম ইসলামের শিক্ষা।
~~~ মাহিদুল
১৭-০৫-২০১৯
যদি ধর্মের নামে সহিষ্ণুতা হয়, যদি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করা উদ্দেশ্য হয়, যদি ধর্মের নামে আন্দোলনে নিরীহ মানুষ হত্যা হয়, যদি ধর্মের নামে দেশে দুর্ভিক্ষ ও সাধারণ মানুষের জীবনমানে অবনতি ঘটে। তবে সেই সব ধর্মের নামে সব ধরনের সহিষ্ণুতা মোকাবেলা করা ধর্ম বর্ণ ও গোত্র নির্বিশেষে সবারই প্রয়োজন। ধর্ম কখনো দুর্ভিক্ষ আনয়ন ও হত্যার পক্ষে নয়। তাই ধর্মের নামে ধর্মান্ধদের বিরুদ্ধে সোচ্চার থাকা চাঁই।
~~~ মাহিদুল
৩০-০৩-২০২১
বাঁক প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধী দেশ প্রধান মুসলিমদের জন্যই আজকে মুসলিমরা মার খাচ্ছে! অথচ সেই সব দেশ প্রধানদের ঐক্যে আর হুংকারেই পারতো অন্যায় ও অত্যাচারিদের হাত থেকে মজলুম মুসলিম দেশ ও মানুষদের রক্ষা করতে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
যুগ যুগ ধরে ফিলিস্তিনের ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনরা আজ অভিবাসী! তাঁদের অন্যায়ভাবে হত্যা ধর্ষণ ও মাসুম শিশুদের নির্মমভাবে হত্যার পিছনে দায় নীরব মুসলিম দেশ গুলোর ও নীরব বিশ্ব শান্তিকামী দেশ ও মানবতার। ইসরায়েল শুধুমাত্র ধর্ম লঙ্ঘন করছে না, লঙ্ঘন করছে মানবতাও।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
পৃথিবীতে অভিশাপ তখনি আসে যখন প্রকৃতির আর্তনাদের জন্য অভিশপ্ত মানুষ গুলো দায়ী হয়! আর যাঁরা ক্ষমতা থাকার পরেও তাঁদের বাঁধা না দেয় তাঁদের জন্য। অন্যায় ভাবে হত্যা, ধর্ষণ ও নির্যাতন, নিষ্পাপ শিশু সহ হত্যা এবং মজলুমদের আর্তনাদে পৃথিবীতে গজব নাযিল হয়, কখনো আসমান থেকে আবার কখনো প্রকৃতি থেকে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
যাঁরা অবৈধভাবে ফিলিস্তিন দখল করেছে সেই দুষ্ট লোকেরা কখন জানি পূর্বের ন্যায় পবিত্র মক্কা নগরী দখল করতে যায়। তাই তাঁদেরকে এখনি থামানো প্রয়োজন সব মুসলিম রাষ্ট্র প্রধানদের, মুসলমানদের পবিত্র স্থান রক্ষার্থে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
যদি পৃথিবীর সব মুসলিম দেশ ও মানুষ গুলো ঐক্য নিয়ে ফিলিস্তিনিদের সাহায্য করতো ফিলিস্তিন দখলদার ধর্ম ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে! তবে ইসরায়েল নামের রাষ্ট্রকে খুঁজে পাওয়া যেত না। আমাদের মধ্যে আশা আছে বিজয়ের কিন্তু ঐক্যে নেই, যে ঐক্যের জন্য আজ মুসলিমরা নির্যাতিত ও নিপীড়িত, সে ঐক্যেই একদিন মুসলিমদের বিজয় ছিনিয়ে আনবে।
ইন শা আল্লাহ্
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
“দশের লাঠি একের বোঝা” আর না একের লাঠি দশের বোঝা! যাঁর উদাহরণ ইসরায়েল। ইসরায়েল একাই সব মুসলিম দেশ ও বিশ্ব মানবতাকে লঙ্ঘন করেছে। একাই পৃথিবীতে অশান্তির বীজ বপন করে আসছে যোগ যোগ ধরে। তাঁর সঠিক প্রতিবাদ না করতে পারার জন্য ইসরায়েল আজ একাই দশের জন্য বিশ্বের জন্য বোঝা ও হুমকি স্বরূপ দাঁড়িয়েছে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
যদি সংগ্রাম করতে হয়, যদি মরতেই হয়, যদি জান্নাত লাভ করতে চাও। তবে প্রস্তুতি নাও নিজদের ধর্ম রক্ষা, নিজেদের ধর্মের পবিত্র স্থান রক্ষা ও মানবতা রক্ষা করার সংগ্রামে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
একজন রাজনীতিবিদ ইতিহাস তৈরি করতে পারে কিন্তু একজন লেখক ও সাহিত্যিক সে ইতিহাস সুন্দরভাবে গুছিয়ে লিখার চেষ্টা করে ভবিষ্যত প্রজন্মের জন্য।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১
আমি সব ধর্মক ভালোবাসি, এবং ভালোবাসি সব ধর্মের মানুষদেরও। কিন্তু ধর্মের নামে ধর্মান্ধতা রাষ্ট্র ও মানুষদের ঘৃণা করি। যাঁরা ধর্মের নামে অন্যায় ভাবে অন্য ধর্মকে আঘাত ও অন্য ধর্মের মানুষদের আঘাত ও হত্যা করে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১