the truth author

মিথ্যাচার ✍ লেখিকা মাহমুদা তাজরিন

মিথ‍্যাচার
ক্লান্ত ভীষণ আমি এখন –
 মিথ‍্যাচারের ভীড়ে,
মনের বিশাল আকাশটা আছে –
 অবিশ্বাসে ঘিরে।
 
অবিশ্বাসী জেনেও বারবার –
 বিশ্বাস করে ফেলি,
মনের যত আঘাত আছে –
 ব‍্যক্ত করেই ছাড়ি।
 
দাগ কেটে যায় ব‍্যথা যত –
 হৃদয়াঙ্গন জুড়ে,
বলি যারে সেই তো পরে –
 ফেলে আমায় ছুড়ে।
 
মিথ‍্যা আশ্বাস দিয়ে সবে –
 মনকে আমার জুড়ায়,
বোকা মনটা বারেবারেই –
 পদ ফেলে সেই ধোকায়।
 
অজানার যত কথা আছে মনে –
 করে যে ছোটাছুটি,
মনের আঘাত হালকা করতে –
 খোঁজে একখান ঘাটি।
 
বিশ্বাসে ভরা একটি হাতও –
 পাইনি আজও খুঁজি,
হাজার হাজার ব‍্যথার পাহাড় –
 ঝরে বুকে রোজ- ই।
 
পাইনা’ক আমি সেই হিমাচলের –
 হিমশীতল একটি রাত,
যে রাতে গভীর দমকা হাওয়া –
 অঙ্গে বুলায় হাত।
 
খুঁজি সেই ভারী পর্বতসম –
 গভীর হৃদয় যার,
যার কাছে পারবো কইতে সব কথা –
 খুলি মনও দ্বার।
 
অন্তরাত্মার গহীন বনে –
 খুঁজি সেই নিষ্ঠুরতা,
যেন কভু না কই কারে –
 মনের দুঃখ ব‍্যথা।
 
যন্ত্রণার ঐ কবল গ্রাসে –
 যদিও মরি সদা,
কুকড়ে যাওয়া জীবন যেন –
 তবুও না পায় ব‍্যথা।
লেখা গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ আপনাকে।
Exit mobile version