Sat, Jan 18, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 3 minutes

লেখকঃ- মাহিদুল ইসলাম আল্ মাহ্দী 

লেখার তারিখঃ- ১৪-০১-২০২১ ইংরেজি

মানুষ কিছু করতে পারুক বা না পারুক ফ্রিতে অন্যোর সমালোচনা ঠিকই করতে পারে, কারোর সমালোচনা করার আগে একটি বার ভেবে দেখুন! আপনি কি তাঁর মতো কখনো কিছু করার চেষ্টা করেছেন? আপনি কি তার মতো নিজের লক্ষ্যকে ঠিক রেখে লক্ষ্যস্থলে সফল হওয়ার জন্য কখনো তাঁর মতো স্বপ্নকে সফল করতে হতাশাগ্রস্ত হয়েছেন? এবং বসে না থেকে চেষ্টা করেছেন?
কারোর সমালোচনা ও কারোর চেষ্টার সমালোচনা না করে নিজ থেকে কিছু করার চেষ্টা করুন! এতে করে নিজের চেষ্টার ধরুন নিজে কিছু শিখতে পারবেন ও পরবর্তীতে মানুষদেরকে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা দিতে পারবেন।
আপনার চেষ্টার ধরুন নিজে উপকৃত ও মানুষ উপকৃত হবে, এবং তাঁর সাথে দেশের ভাবমূর্তি রক্ষা হবে।
সমালোচক কখনো বড় হতে পারে না। সমালোচকদের জন্য নির্দিষ্ট একটি জায়গা সৃষ্টিকর্তা সংরক্ষণ করে রাখেন। আর যাঁরা চেষ্টা করে তাঁদের চেষ্টার ধরুন সৃষ্টিকর্তা তাঁদের কে একটা ফল প্রদান করেন তাঁদের কর্ম অনুসারে।

কখনো বলতে পারবে না, কেউ চেষ্টা করে নিরাশ হয়েছে, চেষ্টা-চেষ্টার মতো হতে হবে, চেষ্টার মধ্যে পূর্ণতা থাকতে হবে, চেষ্টা ধৈর্য্য ও লক্ষ্যস্থলের প্রতি অটুট থাকতে হবে, মনের মধ্যে মনোবল থাকতে হবে, পিছনে ও সম্মুখে সমালোচকদের কথায় ব্যতীত না হয়ে মনোবল জাগ্রত করে চেষ্টা ও ধৈর্য সহকারে সামনে এগুতে হবে! কখনো চলার পথে ভেঙ্গে পড়ো না, কখনো কারোর কথায় দূর্বল হয়ে পড়ো না, একবার হেড়েছ বারবার চেষ্টা করো, সমালোচকরা হাসছে তাতেও চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা করে ব্যর্থ হয়েছ তাতেই তুমি নতুন কিছু শিখতে পেড়েছ।
কিন্তু সমালোচকরা তা কখনো বুঝবে না।
সৃষ্টিকর্তা তাঁকেই ব্যর্থ করেন যে চেষ্টা করতে জানে, আর যে চেষ্টা করে সৃষ্টিকর্তা তাঁকেই ফল প্রদান করেন।

লক্ষ্যস্থলের মধ্যে খানে হাজার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে চেষ্টা থামিয়ে যেওনা, কারণ কখনো জানো না তুমি লক্ষ্যস্থলের কোথায় এবং কোন প্রান্তে এসে পৌছিয়েছ, এটাও হতে পারে এখন লক্ষ্যস্থলের শেষ প্রান্তেই আছো, আরো অল্প কিছু চেষ্টা করলে তুমি তোমার লক্ষ্যস্থলে সফল হতে পারো। তাই লক্ষ্যস্থলের মধ্যে পথে চেষ্টা বন্ধ করো না, লক্ষ্যে সংশয় নিয়ে নয়, আত্মবিশ্বাস নিয়ে সামনে এগুতে হবে।

যদি কখনো আমাকে কেউ বলে সে কিছু করতে চায়, তখন আমি তাঁকে বলবো কিছু করার জন্য অবশ্যই তোমাকে আগে চেষ্টা করা ও ধৈর্য ধরা শিখতে হবে। পরিস্থিতি যাই হোক্ চেষ্টা করতে হবে, হেঁড়ে গেছো, আবারো উঠে দাঁড়াও, মন ভেঙ্গে যাচ্ছে, ধৈর্য্য ধরো।

আমি দেখেছি অধিকাংশ মানুষেরা নিজেকে অনেক উঁচু জাতের পন্ডিত ভাবে, কিন্তু তাঁরা কখনও কি ভেবেছে নিজের দ্বারা কখনো কারোর কোনো দিন কোনো উপকার হয়েছে? আর না কখনো কারোর উপকার করার চেষ্টা করেছে নিঃস্বার্থভাবে? শুধু শুধু মানুষদের চেষ্টা দেখে তাঁদের নিয়ে ট্রল করা ও তাঁদের নিয়ে সমালোচনা করাই তাঁদের মূল হাতিয়ার।
মনে রেখো সেই সব ব্যক্তিরা-দাম্ভিকতা ও অহংকার একমাত্র সৃষ্টিকর্তারই খাটে, যে নভোমন্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন।
সৃষ্টির সব প্রাণীদের মধ্যে মনুষ্যজাতিদের দিয়েছেন শ্রেষ্ঠত্ব।
তাই মনুষ্যজাতিরা তোমরা অহংকারী ও দাম্ভিক হয়ো না, সমালোচক হয়ো না, বরং বিশ্লেষক হও, বিশ্লেষণ করে নতুন রাস্তা বাহির করার চেষ্টা করো, নিজের জন্য ও অন্যদের মুক্তির জন্য।
মনে রেখো Efforts Is Never Dies লোকে যাই বলে না কেনো চেষ্টা কখনো থামিয়ে রেখো না।
Follow one course until success লক্ষ্য স্থির রেখে সফল না হওয়ার আগ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখো।
Trying to determine the way of the target, then you can succeed tomorrow, today you will succeed or go to the end of success.
লক্ষ্যস্থলের পথ নির্ধারণ করে চেষ্টা চালিয়ে যাও ধৈর্য্য সহকারে, আজ না হয় কাল তুমি সফল হবে অথবা সফলতার দ্বার প্রান্তে যাবেই।

জীবন তোমার তাই নিজেকে নিজের মতো করে সাজানোর চেষ্টা নিজেকেই করতে হবে! কখনো সমালোচকদের কথায় ভেঙ্গে পড়ে তাঁদের জয়ী হতে দিও না, আমি পারবো, আমি পারবো, এই ভেবে অগ্রসর হও, অদম্য আগ্রহ, ইচ্ছা,চেষ্টা ও ধৈর্য্য সহকারে চেষ্টা চালিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার কাজ,

চেষ্টার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্থ হয়নি, হয়েছে চেষ্টার মধ্যে ঘাটতির দ্বারা, তারপরেও সে ঘাটতি থেকে কিছু না কিছু শিখতে পেড়েছে। তাই চেষ্টা তোমাকে লক্ষ্যস্থলের দ্বার প্রান্তে অথবা লক্ষ্যে সফল এবং লক্ষ্যস্থলে যাত্রা পথে অনেক কিছু শেখাবে। যা তুমি ঘরে বসে চেষ্টাহীন ও লক্ষ্যহীন থেকে কখনো শিখতে এবং সফলতার আশা করতে পারবেনা।
যে সমালোচনার মধ্যে ইতিবাচক কিছু নেই সেই সমালোচনা না শোনাই শ্রেয়, কিন্তু অবশ্যই নিজেকে নেতিবাচক সমালোচনা থেকে ইতিবাচক কিছু খোঁজার ও বোঝার চেষ্টা করতে হবে বিশ্লেষন করে। সমালোচনা একদিকে যেমন তোমরা ক্ষতি করবে অন্যদিকে তোমার ভালোই করবে কিন্তু অবশ্যই সে গুলো নিজেকে বিশ্লেষন করে বাহির করতে হবে। ভালো গুলো মস্তিষ্কে ধারণ করে সামনে এগুতে হবে, আর খারাপ গুলোতে কান না দেওয়াই বুদ্ধিমত্তার কাজ।

সমাপ্ত 
ধন্যবাদ সবাইকে লেখা গুলো পড়ার জন্য ও শেয়ার করার জন্য।
Md Efaz
Web Developer
Narayanganj Bangladesh
I am a dedicated WordPress developer with 4 years of experience on Fiverr. I specialize in developing all kinds of websites and landing pages, ensuring they are professional, responsive, and visually appealing. My goal is to bring your vision to life, whether it's a business site, e-commerce store, portfolio, or any other web solution. Let's work together to create a website that perfectly fits your needs and stands out in today’s digital landscape.
 

Leave a Comment