the truth author

মানুষের হলাহল

কবিতাঃ- মানুষের হলাহল 

 লেখকঃ- মাহিদুল ইসলাম আল্ মাহ্দী 

 লেখার তারিখঃ- ২৯-০৪-২০২১ ইংরেজি 

মানুষ চিনতে করিসনিরে ভুল।
পশুত্ব বরণ করে মানুষেরি অন্তরে।

আকৃতিতে মানুষ ভেবে করো না’কো সঙ্গী।
বধ করিবে জীবন তোমার টের পাবে না তুমি।

মানুষে মানুষে দন্ড আজ, ধন সম্পদ ক্ষমতায়নে।
নিরীহ নিপীড়িত মানুষ মরছে অহরহ-
জানছে না নিজ অপরাধ।
মানুষে মানুষে দন্ড আজ, মরছে নিরাপরাধ।

বিশ্বাস নেইরে ধর্মে আজ- বিশ্বাস কিসে মানুষে।
বিশ্বাসের কথা ধর্ম বলে-
প্রচার করে সেই বিশ্বাস মানুষজনে।
বাস্তবে বিশ্বাসের মর্যাদা নেই মানুষের অন্তরে।

বিশ্বাস করে লাঞ্ছিত হয়ে মানুষেরা আর্তনাদে কাঁদে।
আমানতের খেয়ানত করে নিজেকে বিশ্বস্ত ভাবে।
বিশ্বাস করে প্রেমিকেরা ধরে যাঁর হাত,!
সুযোগ নিয়ে সে প্রেমিক নিঃস্ব করে তাঁর লাইফ।

বিদ্যা গুরু, ধর্ম গুরু, বিশ্বাস করি যাঁকে!
সেও আমানতের খেয়ানত করে-
সুযোগ পেলে গুরু-শিষ্যকে।
বিশ্বাস করবো কাকে?
বিদ্যা শিক্ষা-ধর্ম শিক্ষা রত্নের চেয়েও দামী।
কেনো মানব বুঝো না তুমি, করেছ এই বেহায়াপনী।

অর্থ ক্ষমতার লোভে-
ধর্ম প্রচারকরা ধর্মের নামে-ধর্ম বিক্রি করে।
বিশ্বাস করবো কাকে?
বিশ্বাস নেইরে ধর্মে আজ, বিশ্বাস কিসে মানুষে।
মানুষের মধ্যে দন্ড বিভেদ, কলুষিত করছে এই ধর্মকে।

মানুষের মধ্যে দুষ্কৃত সৃজন বিনাশকারী,!
রক্ষা করে ভালো মানুষ জনে।
সব মানুষ খারাপ হবে বলি না’কো আমি,!
মানুষের মধ্যে ভালো মন্দ চিনে নাও তুমি।
মানুষ হয়ে জন্মিলে মানুষ হবে বুঝি,
ভিত্তিহীন কথা এই- চুরে মারি আমি।
পৃথিবীর সমাগমে মানুষেরি যাতায়াত।
আকৃতিতে মানুষ দেখি-মনুষ্যত্ব খুঁজি বারি বার।

নিরীহ মানুষ মরছে কেনো–?
জানছে না নিজ অপরাধ।
পৃথিবীর বিচার প্রকৃতি করবে–
মাফ পাবে না নিজ অপরাধ।

মানুষের হলাহলে কেনো আজ প্রকৃতি দূষিত!
ডানে, বামে সামনে, পিছনে দেখি মানবতা নিহিত।
আর্তনাদে, অনাহারে আজ পৃথিবী জর্জরিত।
পৃথিবীর বিচার প্রকৃতি করবে-
কাজে আসবে না সেই অর্থ-ক্ষমতার দাপ।
পৃথিবীর বিচার প্রকৃতি করবে,জাগ্রত হবে মানবতা।
ধন সম্পদ ক্ষমতার লোভে করোনা নিহিত মানবতা।
পৃথিবীর কল্যাণে জাগ্রত হোক্ মানবতার জয়গান!
ধন সম্পদ ক্ষমতার চেয়েও দামী মানব প্রাণ।

মানুষের তৈরী প্রস্টিটিউট ঘৃণা করে সমাজ থাকে।
সেই সমাজের মানুষেরা সুযোগ পেলে যায় প্রস্টিটিউটের কাছে।
আবার ঘৃণা করে থাকে।
হাস্যকর সমাজ আমার, বাঁচি না দেখে আমি।
অনাহার-অকর্ম দেখে, বলে না সমাজ, খাবে কি তুমি।

পরিবর্তন হোক্ সমাজ ব্যবস্থার!
জাগ্রত হোক্ মানব প্রেম।
ধনী গরিব নেহি ভেদাভেদ,!
জয় হোক্ সাম্যতার।
নিষ্কাষিত হোক্ মনুষ্যত্বহীন বিবেক!
জাগ্রত হোক্ মানবতা।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে লেখা গুলো পড়ার জন্য ও শেয়ার করার জন্য।

Exit mobile version