Wed, May 21, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 2 minutes

আজ এতো দিন হলো তোমার সাথে কথা বলতেছি, তুমিও আমাকে বলেছো যে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও অনেক বেশি ভালবাসো, আমিও বলেছি, কিন্তু এই কথা আজ কি মিথ্যা হয়ে গেল, তুমি আমার সাথে কি অভিনয় করেছিলে আর নাকি ছলনা, এই ছলনার অভিনয়ের কথা শুনে আমি তোমাকে ভালবেসেছি, কিন্তু বুঝতে পারিনি তুমি যে ছলনাময়ী, কিন্তু আজ তোমার ছলনার অভিনয়ের ভালোবাসার কারণে আজ জীবন দিয়ে দিতে পারতাম, কিন্তু অনেক ভেবে দেখলাম, যে তোমার কারনে যদি আত্মহত্যা করে মরি তুমি দুদিন পরে আরেকটি বয়ফ্রেন্ড খোঁজে পাবে, কিন্তু আমার মা আরেকটি ছেলে খোঁজে পাবে না,

~~~ মাহিদুল

 

মায়ের মর্যাদা মানুষ তখনি বুঝে যখন চলে যায় সারে তিন হাত মাটির মোড়ে,

~~~ মাহিদুল

 

মা তোমাকে হাজারো সালাম দুঃখ কষ্ট ভুলে জন্মের পর থাকিয়েছো আমাদের দিকে ভুলে গেছো সব দুখ যখন দেখেছো সুন্দর এই মুখ,

~~~মাহিদুল

 

সভ্য মায়েরাই তার ছেলে মেয়েদের সভ্যতা শিক্ষা দেয়,

~~~ মাহিদুল

 

তুমি যেমন ইশ্বর কে না দেখে তার উপর বিশ্বাস স্থাপন করেছো, ঠিক তেমনি তুমি তোমার মা বাবার উপর বিশ্বাস স্থাপন করো, কেননা ইশ্বর যা করেন বান্দার ভালোর জন্য করেন, ঠিক তেমনি মা বাবা যা করেন ছেলে মেয়ের ভালোর জন্যই করেন,

~~~ মাহিদুল

 

মায়ের জাতির অপমানে লড়ে না যে জাতি, জাতি নয়তো সে কাপুরুষতার জাতি,

~~~ মাহিদুল

 

যার মা বাবা আছে সে কখনো পৃথিবীতে নিঃস্ব নয়,

~~~ মাহিদুল

 

তুমি আমার মা, তুমি আমার স্ত্রী, তুমি আমার বোন, তুমি আমার মেয়ে, তুমি বিবি হাওয়া তুমি মা ফাতেমা, নারীর গর্ভে ধারণ করেছেন অনেক নবী আবার অনেকেরই উম্মত, যখন তোমাদের নিয়ে আমরা খেলা করি, মিথ্যা প্রলোভন দেখিয়ে তোমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করি বিশ্বাস ঘাতকতা করি তোমাদের দেহো নিয়ে তখন কি আমাদের পুরুষদের মনে হয় না আমি এমন একজনের সাথে এই কাজ করতেছি যে কিনা নবীদের মা সে মায়ের জাতি,

~~~ মাহিদুল

 

পৃথিবীতে তোমার ভালো থাকার জন্য এবং ভালোভাবে সুস্থতা নিয়ে কাছে পাবার জন্য একজনই পথ চেয়ে বসে থাকেন, তিনি আর কেউ দ্বিতীয় ব্যক্তি নয় তোমার জন্মদাত্রী মা ছাড়া,

~~~ মাহিদুল
০৫১১২০১৭

 

একজন প্রকৃত মা হলো সন্তানদের জীবনের সব চেয়ে বড়ো পাওনা,

~~~ মাহিদুল
০৫১১২০১৭

 

যদি কখনো মাবাবা কে কষ্ট দাও আঘাত করো তবে মনে রেখো, তাঁদের কষ্ট আঘাত দেওয়ার আগে তোমার কি তিন গুণ  কষ্ট আঘাত সহ্য করার ক্ষমতা রয়েছে, যা তুমি তাঁদের কে দিয়েছ,

~~~ মাহিদুল
০৫১১২০১৭

 

আমি দেখেছি খুব কাছ থেকে, মানুষ কিভাবে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, দেখেছি খুব কাছ থেকে, একটা মা কিভাবে সন্তানদের স্নেহ করে এবং বিপদ থেকে আগলে রাখে, দেখেছি একজন বাবা সন্তানদের হাজার ইচ্ছাটা চান পূর্ণ করতে নিজের ইচ্ছে গুলোকে চাঁপা দিয়ে, এও দেখেছি একটা সত্যিকার ভালোবাসা ভাঙ্গার জন্য উভয়ের মধ্যে কোনো ছিদ্রপথ নেই, হাজার টা কারণ থাকা সত্যেও,

~~~ মাহিদুল
২৪০৪২০১৮

 

মা কেমন হয়, রাতে আমার অপারেশন শেষে জ্ঞান আসার পর, সকালে মা বাবাকে ফোন করে বলেন আমার ছেলে কেমন আছে, বাবা বলেন সে সুস্থ আছে এখন, মা বলেন না থাকে ফোন দেও, বাবা বলেন না পরে কথা বলবে সে, কিন্তু মা তখন জবাব দিলেন আমার ছেলে সুস্থ হলে ফোন দাও না কেনো, আমি কথা বলবো আমার ভিতরে অশান্তি বিরাজ করতেছে তাঁর জন্য, তখন বাবা আমাকে ফোন দেন, মা অশ্রু চোখে কথা বলে প্রথমে বললেন বাবা তোমার শরীর সুস্থ তো,

~~~ মাহিদুল
২৮০৪২০১৮

 

মাআমার সফলতার পিছনে তোমার দোয়া শিক্ষা, এবং বাবা তোমার পরিশ্রমের অর্থ অনুপ্রেরণা এবং সাহসটাই ছিলো মূল্যবান,

~~~ মাহিদুল
২২০৯২০১৮

 

মাবাবা বেঁচে থাকা মানে তোমার পৃথিবীর সবচাইতে বড়ো নেয়ামত সাপোর্ট বেঁচে থাকা, এবং স্বপ্নটাও,

~~~ মাহিদুল
২১১১২০১৮

 

 

Blogger_Mahidul_Is a Bangladeshi_Secular_blogger
Mahidul Islam
Blogger And Worker
Sines, Portugal

আমি ব্লগার মাহিদুল। আমি‌ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি‌ সততা ও‌ সত্যতা‌র অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।

Leave a Comment