the truth author

মনুষ্যত্ব

তুমি যদি অন্যায় বা জুলুম করো কারো সাথে তাহলে তুমি নিজের দিকে অন্যায় টুকু বুঝে নাও, একজন ব্যক্তির সাথে অন্যায় করলে কি রকম লাগে, সেটা তুমি উপলব্ধি করে নাও, এটাই তোমার মনুষ্যত্বের বুঝার জন্য যতেষ্ট,

~~~ মাহিদুল

 

আমার জ্ঞান, বিবেক বুদ্ধি মনুষ্যত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে, তবে তার জন্য গ্রন্থ,

~~~ মাহিদুল
১৮০৬২০১৬

 

যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মধ্যে মানবতা, সহানুভূতি, মনুষ্যত্ব, জ্ঞান বিবেক জাগ্রত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এই দেহে প্রাণ থাকা সত্তেও তুমি মৃত প্রাণীর সমতুল্য,

১৭০৮২০১৯
~~~
মাহিদুল 

 

Exit mobile version