the truth author

ভালোলাগা

ভালোবাসা বয়সে তো বাধা নয়, বিশ্বাসেই তো আশা, মানুষ মানুষের জন্য হয়ে কেনো নিরাশ করে মানুষের আশা, এরই নাম কি হতে পারে ভালোবাসা আর নাকি ভালোলাগা,

~~~ মাহিদুল

এই জগতে ভালোবাসা বলতে কিছু নাই, যা আছে তা হলো ভালো লাগা, ভালোবাসা যদি বেছে থাকতো, তাহলে ছেলে মেয়েরা একজনকেই ভালোবাসতো ,

~~~~ মাহিদুল

বারো তেরো চৌদ্দ বোঝার বয়স না থাকলেও ভালোবাসার বয়স এসময় থেকে শুরু, পনেরো ষোল সতেরো সময়ে কিছুটা বুঝে আসলেও ভালোবাসার মানুষকে নিজের জ্বালে বদ্ধ করা যায় না, আঠারো, ঊনিশ, বিশ সে সময়ের ভিতরে অনেক ভালোবাসার মানুষ আসে কিন্তু ধিরে ধিরে বিচ্ছেদের পর এক পর্যায়ে ভালোবাসতে আর মন চায়না, আর যা চায় তা হলো ভালোলাগা,

~~~ মাহিদুল

 

Exit mobile version