Sat, Jan 18, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 8 minutes

হয়তো তোমাকে ভালোবেসে চাঁদ এনে দিতে পারবোনা কিন্তু তোমাকে ভালোবেসে তোমার জীবনকে চাঁদের মতো আলোকিত করে দিতে পারবো।

 

~~~ মাহিদুল

 

আমি চাই আমার ভালোবাসা পানির মতো হতে যে পানিকে কখনো কুব দিয়ে পৃথক করা যায়না, যায়না ডিল মেরে ক্ষত বিক্ষত করতে।

 

~~~ মাহিদুল

০৭০১২০১৬

 

ভালোবাসায় কিছু মানুষকে সচেতন করে আবার কিছু মানুষকে বোকা করে দেয়।

 

~~~ মাহিদুল

 

এই পৃথিবীতে কি  ভালোবাসার কোনো দাম নাই, সবাই সুন্দর গঠন পয়সাওয়ালা দেখে ভালোবাসতে চায়, সুন্দর মনের কি কোনোই দাম নাই এই পৃথিবীতে, এই রকম যারা চায় তারা কখনো ভালোবাসা পায়না, এই রকম ভালোবাসা কখনো টিকে থাকে না।

 

~~~মাহিদুল

 

একমাত্র প্রকৃত ভালোবাসাই সুন্দর করে জীবনকে রাঙ্গাতে পারে।

 

~~~ মাহিদুল

 

অথিতে ভালোবাসা ছিলো তাই নর নারী ভালোবাসা কে জয় করেছে, আর ভবিষ্যতে ভালোবাসা হয়তো কমে যাবে নর নারী ভালোবাসা শব্দটা কি সেটা তাদের কাছে অমূল্য হয়ে পড়বে।

 

~~~ মাহিদুল

 

অতিথে ভালবেসে মানুষ বিলাস বহুল্য বাড়ি গাড়ির অধিকারী না হতে পারলেও বিলাস বহুল্য সুন্দর মনের অধিকারী হয়েছে, কিন্তু ভবিষ্যতে বিলাস বহুল বাড়ি গাড়ির অধিকারী হতে পারলেও সুন্দর মনের অধিকারী হতে পারবে না।

 

~~~ মাহিদুল

 

আমি সব কিছু বুঝতে সক্ষম কিন্তু ভালোবাসার শব্দটি বুঝতে অক্ষম কারন এই শব্দটি বোঝার ক্ষমতা আমার নেই, আর যে ভালোবাসার শব্দটি বুঝেছে সে একবার হলেও চোখের জল ফেলেছে।

 

~~~ মাহিদুল

 

যে ভালবাসার মধ্যে টাকার আদান প্রদান হয়না সে ভালোবাসা বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘস্তায়ী হয়ে থাকে।

 

~~~ মাহিদুল

 

আমি তোমাকে খোব ভালোবাসি তাই তোমার বয়স আমার কাছে কোনো বাধা নয়।

 

~~~ মাহিদুল

 

আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনতে শুনতে আজ আমি বড়ই ক্লান্ত, কিন্তু যারা আমাকে ভালোবাসি বলেছে আফসোস হয় তাদের জন্য তাদের একাকীত্ব জীবনের চলার পথে যখন যাকে পেয়েছে তখন থাকে ভালোবেসে ফেলেছে, তাদের মন উরন্ত পাখির মতো যেখানে যায় সেখানে সঙ্গী চায়, আর সেখান থেকে চলে গেলে সঙ্গী ছেড়েই চলে যায়, আর ভালোবাসার সমাপ্ত সেই চলার পথে পথে শেষ হয়, এটাই বর্তমান যোগের বাস্তবতা।

 

~~~ মাহিদুল

 

এই জগতে সকলই ভালোবাসার পাগল একটু খানি ভালোবাসার জন্য মানুষ কতই না কিছু করে কিন্তু শেষ পর্যন্ত তারা দু চোখের জল ছাড়া আর কিছুই পায় না।

 

~~~ মাহিদুল

 

যদি তুমি কাউকে ভালো বাসতে না পারো তার অবুঝ মন নিয়ে খেলা করোনা মাহিদুল ইসলাম কাউকে ভালো না বাসতে পারে কিন্তু ভালোবাসা নিয়ে খেলা করেনা, কারন আজ আমি হয়তো ভালোবাসা নিয়ে খেলা করতে পারবো কাল হয়তো ভালোবাসা আমায় নিয়ে খেলা করতে পারবে।

 

~~~ মাহিদুল

 

একটি চাদেঁর আলো সারা পৃথিবীকে আলোকিত করতে পারে, তবে তুমি কেনো পারোনা একটি জীবনকে ভালোবেসে আলোকিত করতে।

 

~~~ মাহিদুল

 

একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা তেমন সুন্দর ছিলনা কিন্তু ছেলেটির জন্য মেয়েটি ছিল সব, ছেলেটি স্বপ্নে দেখতো মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর, তার বন্ধুরা একদিন থাকে বললো, তুমি যে মেয়েটিকে ভালবাসো থাকে কি বলেছো, মেয়েটি তো জানেনা যে তুমি থাকে নিয়ে এতো স্বপ্ন দেখো, প্রথমে থাকে সব কিছু বলো, তারপর তার কাছ থেকে শুনো, যে সেও তোমাকে ভালোবাসে কিনা, ছেলেটি ঠিক করলো মেয়েটিকে তার ভালোবাসার কথা জানাবে, মেয়েটি শুরু থেকেই জানতো যে ছেলেটি থাকে ভালোবাসে, যখন ছেলেটি মেয়েটিকে ভালোবাসার কথা বললো, তখন মেয়েটি না করে দিলো, ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি হয়তো এবার আত্মহত্যা করবে এবং নিজের জীবন ধ্বংস করে দিবে, কিন্তু তারা অবাক হলো যখন এসবের কিছুই করলো না, আমার কেন খারাপ লাগবে, আমি এমন একজনকে হাড়িয়েছি যে কখোনই আমাকে ভালোবাসে নি, আর সে এমন একজনকে হাড়িয়েছে যে সত্যিই থাকে অনেক ভালবাসতো।

 

~~~ মাহিদুল

২০১৪ সালে আমার ডাইরিতে লিখেছিলাম

 

তুমি টাকা দিয়ে হয়তো এই পৃথিবী কিনতে পারবে কিন্তু খাটি প্রেমের ভালোবাসা কিনতে পারবে না, কারণ এই ভালোবাসা কিনতে টাকার প্রয়োজন হয় না, একটা সুন্দর মনের প্রয়োজন হয়।

 

~~~ মাহিদুল

 

ভালোবাসার কোনো ধাপ নেই যে যখন যাকে ভালবাসে সেটাই তার প্রথম ধাপ।

 

~~~মাহিদুল

 

ভালোবাসার স্বাদ প্রথমে মিষ্টি হলেও তারপর তেতুলে পরিনত হয়।

 

~~~ মাহিদুল

 

পরিবেশ দূষণের কারণে যে পশু পাখি দেশ ত্যাগ করেছে, ঠিক ভালোবাসা দূষণের কারণে দেশ থেকে( ভালো মানুষের ) ভালোবাসা ত্যাগ করবে।

 

~~~ মাহিদুল

 

ভালোবাসার সত্যায়িত পথ ধরে হেঁটে হেঁটে চলে যাওয়া বড়ই কঠিন, কিন্তু মিথ্যার পথ অবলম্বন করে চলা টা সহজ, কিন্তু তা দ্বীর্ঘস্থায়ী নয়।

 

~~~ মাহিদুল

২২০৪২০১৬

 

ভালোবাসার ক্ষেত্রে কেউ কখনো কোটি পতি হতে পারে নি, বিকারী ছাড়া।

 

~~~ মাহিদুল

 

মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, এর জন্যেই যে, তারা একে অন্যকে প্রশ্ন করে যে, তোমার আগে কোনো Relationship ছিলো, সে বলে না ছিলোনা, তারপর বিশ্বাস করতে কষ্ট হয়, আমি মাহিদুল যেটুকু বুঝি, যে Relationship এর কোনো ধাপ নেই যে যখন Relation করতে চায় সেটাই তার প্রথম ধাপ।

 

~~~ মাহিদুল

২৩০৪২০১৬

 

মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, এর জন্যেই যে, তারা একে অন্যকে প্রশ্ন করে যে, তোমার আগে কোনো Relationship ছিলো, সে বলে না ছিলোনা, তারপর বিশ্বাস করতে কষ্ট হয়, আমি মাহিদুল যেটুকু বুঝি, যে Relationship এর কোনো ধাপ নেই যে যখন Relation করতে চায় সেটাই তার প্রথম ধাপ।

 

~~~ মাহিদুল

২৩০৪২০১৬

 

যদি তোমার ভালোবাসার সাথে কোনো ছেলে বা মেয়ে প্রতারণা করে, তবে এর জন্য সব ছেলে মেয়ে দ্বায়ী হবে তা না, ধানের ক্ষেতে যেমন ধানের সাথে চুছা জন্ম নেয়, ঠিক তেমনি ভালো প্রাণীদের মধ্যে খারাপ প্রাণীয় জন্ম নেয়, যে প্রাণী দেখতে মানুষের মত কিন্তু এর রুপ ভয়ঙ্কর।

 

~~~ মাহিদুল

 

অনলাইনে ছেলেও মেয়েদের পোষ্ট দেখলে মনে প্রশ্ন জাগে, ভালোবাসা এতো প্রতারিত কেনো, কিন্তু এই প্রশ্ন যুক্তিহীন, কারণ ভালোবাসা প্রতারিত না, প্রতারিত ভালোবাসা নামক সেই ছদ্ম বেশী ছেলে মেয়েরা।

 

~~~ মাহিদুল

০৯০৬২০১৬

 

ছেলেরা যতই ভালোবাসে না কেনো শেষ মুহূর্তে সুন্দর রমনী চায় , আর মেয়েরা যতই ভালোবাসে না কেনো শেষ মুহুর্তে পয়সা ওয়ালা ধনী ছেলে চায়, এটাই যুগের বাস্তবতা।

 

~~~ মাহিদুল

০৭০৬২০১৬

 

ভালবাসা হচ্ছে থার্ড রাউন্ড গেইম, ভালোবেসে বিয়ে করাটা সেকেন্ড রাউন্ড গেইম, কিন্তু ভালোবেসে বিয়ে করে সংসার করাটা ফাইনাল গেইম, বেশীরভাগ মানুষই থার্ড সেকেন্ড রাউন্ডের গেইম জিতে নিতে পারে, কিন্তু অল্প সংখ্যক মানুষ আছে যারা ফাইনাল গেইম সুখ দুঃখ অপমান আর লাঞ্ছনার মধ্যে দিয়েই জিতে নেয়, আর সব মানুষ গোলা সত্যি বড়ই ভাগ্যবান।

 

~~~ মাহিদুল

২০০৬২০১৬

 

কলেজ ভার্সিটির লাইফ বোধয় অনেক ভালো, একাকীত্ব জীবন অসহ্যকর, কলেজ ভার্সিটির লাইফ অসহ্যকর না, কেউ বা ফ্রেন্ডের সাথে আড্ডা আবার কেউ বা ভালোবাসার মানুষটিকে নিয়ে আড্ডা, জীবনে চলতে গেলে কত রকমের চলতে হয়, তখন নিজেরাই নিজেদের বুঝতে পারে না।

 

~~~ মাহিদুল

 

যখন ছেলেও মেয়েরা একে বারে মন প্রাণ দিয়ে একে অন্যকে ভালোবাসে, তখন তারা একবার ভালোবাসা নিয়ে ভাবলে দশবার বিচ্ছেদ নিয়ে ভাবে, যদি থাকে না পাই।

 

~~~ মাহিদুল

 

যুবক যুবতীরা বয়সের সাথে সাথে ভালোবাসা নিয়ে বেশী ভাবে, যদি তারা এই বয়সে অন্য কিছু নিয়ে ভাবতো তাহলে সাফল্যের লক্ষে হয়তো পৌঁছাতে পারতো।

 

~~~ মাহিদুল

 

ভালোবেসে কেউ কখনো স্বর্গ লাভ করতে পারেনি, কষ্ট বিয়ে এই দুয়ের মধ্যে এক ছাড়া।

 

~~~ মাহিদুল

 

পৃথিবীতে যেমন বড়ো বড়ো অট্টালিকা ভুমিকম্পে মূহুর্তে ভেঙে যায়, আবার কখনো চাইলেই একি রকম অট্টালিকা তৈরী করা যায় না, ঠিক তেমনি যাকে প্রথমে একবার ভালোবাসা যায়, কারণ বা অকারণে সে ভালোবাসা ভেঙ্গে গেলে, আর রকম কাউকে চাইলেই ভালোবাসা যায়না।

 

~~~ মাহিদুল

 

ভালোবাসা আজব শব্দ, যে শব্দ নিজে ব্যবহৃত হয়ে অন্যকে কাদায়, নিজে না জ্বলে , অন্যকে জ্বালায়, আমি চাইনা এমন ভালোবাসা, আমি চাই এমন কিছু ভালোবাসা যে ভালোবাসা নিজে জ্বলে অন্যকে আলোয় আলোকিত করে তুলে।

 

~~~ মাহিদুল

 

ভালোবাসা দেখার কিছু নেই, শোনার কিছু নেই, ভালোবাসা এমন একটি বাক্য যা টাকার জন্য না, ভালোবাসার মানুষটি পাওয়ার জন্য, হাজারো কষ্ট জীবন যুদ্ধে সংগ্রাম করে থাকা বাক্যটির নামই ভালোবাসা।

 

~~~ মাহিদুল

 

জীবন যুদ্ধে অংশ নেওয়ার আগে বুঝা যায়, যুদ্ধে পরাজয় আর না বিজয় হবে, কিন্তু প্রেমে পড়ার আগে না পরাজয় না বিজয় তা কিছু বুঝা যায়না, শুধু আশার মধ্যে দিয়েই চলে সে প্রেম, কখন যে আশার মধ্যে দিয়ে নিরাশ হয়ে যায়, তা তখন কেউ বুঝতে পারে না।

 

~~~ মাহিদুল

 

জীবন যুদ্ধে গুলি বিদ্ধ হয়ে মারা গেলে তেমন কিছু কষ্ট অনুভব করা যায় না, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার মানুষটিকে হারালে যে রকম কষ্ট অনুভব করা যায়, আমি মাহিদুল বলি কারো মন ভাঙ্গার আগে থাকে গুলিবিদ্ধ করে হত্যা করো, কেননা মন ভেঙ্গে তিলে তিলে হত্যা হওয়ার চেয়ে গুলি করে হত্যা করাই শ্রেয় মনে করি।

 

~~~ মাহিদুল

 

প্রত্যেকটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা সফল করার জন্য সেখানে তৃতীয় সাহসী একজন নিঃস্বার্থ মানুষ থাকেন, আর সেটা তুমি সময় মতো বুঝতে পারবে।

 

~~~ মাহিদুল

 

জীবনে কাউকে না কাউকে বিয়ে করতে হবে, তবে সেই পাগল প্রেমিক/ প্রেমিকাকে বিয়ে করো, যে তোমার ধন সম্ভব প্রাসাদ কে ভালো না বেসে তোমাকে ভালবেসেছে।

 

~~~ মাহিদুল

 

যে মানুষকে দেখে সবাই ভালোবাসতে ইচ্ছে করে, ঘৃণা করো সেই মানুষ কে, কেননা যার ভালোবাসার অভাব নেই, তার কাছে তোমার ভালোবাসা মূল্যহীন।

 

~~~ মাহিদুল

 

পৃথিবীতে তোমার দূরত্ব যত দূর হয় না কেনো, তোমাকে যে সত্যি ভালোবাসে তার কাছে সব সময় মনে হয় তুমি তার সামনে, কিন্তু তোমার দূরত্ব তখনই বুঝা যায়, যখন তোমার থেকে ভালোবাসা উঠে যায়।

 

~~~ মাহিদুল

 

একবার যেমন এক কলা গাছ ফল দেয়, সে গাছে দ্বিতীয়বার ফল ধরে না, ঠিক তেমনি মানুষের হৃদয় একবার ভাঙ্গলে দ্বিতীয়বার গড়া যায় না।

 

~~~ মাহিদুল

 

সত্যিকারের ভালোবাসার মধ্যে তিক্ততা থাকে, কিন্তু তারপরও সে ভালোবাসা ভুলা যায় না।

 

~~~ মাহিদুল

 

নিজের কাছে তোমার চরিত্র তখনি খারাপ মনে করবে যখন একটার পর আরেকটা ভালোবাসার মানুষ খোঁজতে চাইবে।

 

~~~ মাহিদুল

 

মানুষ ভালোবাসার মানুষকে ভুলতে পারে কিন্তু ভুলতে পারে না, ভালোবাসা মানুষটির সঙ্গে সুন্দর মূহূর্ত গুলো কে।

 

~~~ মাহিদুল

 

ভালোবাসতে কোনো কারণ লাগে না, বয়স লাগে না, দুটি মনের আবেগপ্রবণ হৃদয়ে ভালোবাসা সৃষ্টি হয়, যে সৃষ্টি ছোট বড়ো ধনী গরীব সাদা কালো সবাইকে নিজের মতো করে দেখে।

 

~~~ মাহিদুল

 

ছোট্ট বড়ো ধনী গরীব সাদা কালো চিকন মোটা সবের কোনো ব্যাধা ব্যাধ নেই, ভালোবাসার চোখে মনের মানুষ সারা পৃথিবীর থেকে আলাদা।

 

~~~ মাহিদুল

 

পূর্ণ বয়সী ছেলে মেয়েদের প্রথম ভালোবাসা ভেঙ্গে যাওয়ার পর থেকেই তারা অভিনেতা বা অভিনেত্রী হয়ে যায়, কারণ তাঁদের পরের মূহূর্ত গুলোর ভালোবাসার গভীরতা থাকে মুখের ভিতর পর্যন্ত, অন্তর পর্যন্ত না, আর এই সব ভালোবাসা হারালেও মন ঘাবড়ে যায় না।

 

~~~ মাহিদুল

 

হাল ছাড়ার জন্যই তো ভালোবাসিনী, যে ভালোবাসা হাজার বাঁধা পেরিয়ে পরিবারের সবার মন জয় করে বিয়েতে আবদ্ধ হতে পারে না, নিজেকে পরিবারের কথায় ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে পারে, এবং অন্যের সাথে বিয়েতে আবদ্ধ হতে পারে, ভালোবাসার মানুষকে না পেয়ে নিঃসঙ্গ দুজনাই থাকতে পারে না, পরিবারের চাপের সম্মুখীন হয়ে, সেটা কিসের ভালোবাসা।

 

~~~ মাহিদুল

০৮১০২০১৭

 

মানুষ হয়ে জন্মিলে তুমি আজ না হয় কাল কারোর প্রেমে পড়বে, কিন্তু যার প্রেমে পড়বে তাঁকে সত্যিকার ভাবে ভালোবাসা তোমার কর্তব্য।

 

~~~ মাহিদুল

০১১১২০১৭

 

আমি যেমন আমার জীবনের সমাপ্তি বিষয় জানি না, তেমনি প্রেম অথবা বিয়েতে সারাজীবন আবদ্ধ বিষয়ে তোমার সাথে শপথ করতে পারি না, তবে জীবনপ্রেমভালোবাসা বিয়েকে কে শ্রদ্ধা নিয়ে যত্নশীল হওয়ার চেষ্টা করবো।

 

~~~ মাহিদুল

০১১১২০১৭

 

আমি দেখেছি খুব কাছ থেকে, মানুষ কিভাবে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, দেখেছি খুব কাছ থেকে, একটা মা কিভাবে সন্তানদের স্নেহ করে এবং বিপদ থেকে আগলে রাখে, দেখেছি একজন বাবা সন্তানদের হাজার ইচ্ছাটা চান পূর্ণ করতে নিজের ইচ্ছে গুলোকে চাঁপা দিয়ে, এও দেখেছি একটা সত্যিকার ভালোবাসা ভাঙ্গার জন্য উভয়ের মধ্যে কোনো ছিদ্রপথ নেই, হাজার টা কারণ থাকা সত্যেও।

 

~~~ মাহিদুল

২৪০৪২০১৮

 

একজন সত্যিকারের প্রেমিক তোমাদের জীবনের সবচাইতে বড়ো পাওনা, এবং তা শিক্ষা, যদিও কোনো কারণে থাকে জীবন সঙ্গী হিসেবে না পাও, কিন্তু তাঁর দেওয়া কথা স্মৃতি তোমার জীবনের কোনো না কোনো সময় স্বরন হবে, এবং তা ভেবে হয়তো নীরবে নিভৃতে অঝোরে অশ্রু জড়াবে, কারণ একটা সত্যিকার ভালোবাসা যেমন টা সুখ দেয় তাঁর চেয়ে দ্বিগুণ মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়, কিন্তু তারপরেও চাইলেই একটা সত্যিকার ভালোবাসা ভুলা যায় না।

 

~~~ মাহিদুল

০৩০৫২০১৮

 

সত্যিকার ভালোবাসার মধুরতা একবার আর কষ্ট থাকে বার বার।

 

~~~ মাহিদুল

০৯০৭২০১৮

 

বাস্তবতা হলো এটাই যে যাকে পাবো না থাকেই আমরা জীবনের সবচাইতে বেশি ভালোবেসে থাকি, অমূল্যহীন হয়েও।

 

~~~মাহিদুল

২২০৭২০১৮

 

যে ভালোবাসার মধ্যে শ্রদ্ধাসম্মান নম্রতা ভদ্রতা সহমর্মিতা নেই, যে ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত রয়েছে, যে ভালোবাসা পরস্পরকে অশ্লীল কু রুচি কার্যকলাপে লিপ্ত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে, সেটা কিসের ভালোবাসা।

 

~~~ মাহিদুল

১৪০৮২০১৮

 

ভালোবাসা পবিত্র! মনোমিল ছাড়া কখনো পরস্পর ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হতে পারে না। সেটা হোক তরুণ তরুণীদের ভালোবাসা অথবা পরকীয়াকিংবা মধ্যবয়সীদের ভালোবাসা।মনোমিলভালোবাসার সম্পর্ক পরস্পরের সেটা কখনো অপরাধ নয়। অপরাধ হলো জোরপূর্বক ভালোবাসা আদায় স্বার্থসিদ্ধির জন্য ভালোবেসে নেওয়াটা।

 

~~~ মাহিদুল

২৬০৪২০২০

 

যেখানে আমার ভালোবাসার মূল্যে নেই, সেখানে আমার থাকাটা অপ্রকাশিত আর্তনাদ ছাড়া আর কিছুই নেই, যে আর্তনাদ কখনো প্রকাশ করা যায় না কিন্তু ভিতরটা ক্ষতবিক্ষত করে দেয়।

 

~~~ মাহিদুল

২৭০৪২০২০

 

ভালোবাসার পার্থক্য একজনের থেকে নয় একের অধিক থেকেই নাও। কেননা একজনের ভালোবাসায় কখনো নিজেকে পূর্ণবান ভাবা উচিত্ নয়, এবং ভালোবাসার পরিমাণ টাও বোঝা সম্ভব নয়। তাই একের অধিক থেকে ভালোবাসার সম্পর্ক তোমাকে বোঝাবে ভালোবাসা কি এবং তাঁর গভীরতাটা কি! যা একজনের সাথে সম্পর্ক করে কখনো বুঝবে না, যদি না তুমি প্রকৃত প্রেমিক না পাও।

 

~~~ মাহিদুল

২৭০৪২০২০

 

ভালোবাসি তাই তো পথ চেয়ে থাকি,

ভালোবাসি তাই তো জোছনার রাত নির্জনে একাকী বসে চন্দ আঁকি।

 

জানি সেই ভালোবাসার কাঁটা বেশি,

কিন্তু তারপরেও ভালোবাসতে হয়।

কখনো আমার দুঃখে কাদিনি,

কখনো নিজের কষ্ট ভেবে ক্লান্ত হয়নি।

 

ভালোবাসাহীনা পৃথিবী নিঃস্ব,

ভালোবাসাহীনা রিক্ত মানুষটি আজও খুঁজে চলছে তোমারই সেই ভালোবাসার পথ।

আবারো দেখা হবে কোনো এক অচেনা পথে,

পথিক হয়ে অচেনা বেশে।

 

~~~ মাহিদুল

 ০৬০৮২০২০

 

Md Efaz
Web Developer
Narayanganj Bangladesh
I am a dedicated WordPress developer with 4 years of experience on Fiverr. I specialize in developing all kinds of websites and landing pages, ensuring they are professional, responsive, and visually appealing. My goal is to bring your vision to life, whether it's a business site, e-commerce store, portfolio, or any other web solution. Let's work together to create a website that perfectly fits your needs and stands out in today’s digital landscape.
 

Leave a Comment