ব্যক্তির ব্যর্থতাকে মেনে নিতে না পেরে সমাজের মানুষেরা তাঁকে নিয়ে উপহাস করে, আবার সফলতা দেখে হাততালি দিয়ে লোক আড়ালে চিন্তা করে, এটাই অধিকাংশ মানুষের সমাজনীতি।
~~~ মাহিদুল
০৪-০৭-২০১৯
০৪-০৭-২০১৯
মানুষ যদি ব্যর্থ হতো তাহলে কেউ মহাকাশ পাড়ি দিতে পারতো না, মানুষ যদি ব্যর্থ হতো তাহলে মহাকাশ স্টেশন নির্মান করতে পারতো না, চাঁদ ও মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার চেষ্টা করতো না, মানুষ যদি এই পৃথিবীর বাহিরে কিছু করার চেষ্টা করতে পারে, তবে আমরা কেনো পারবো না এই পৃথিবীর মধ্যে স্বপ্নগুলোকে বাস্তব করতে। মানুষ ব্যর্থ হয় তা হয়তো না, মানুষ তাঁর মন ভেঙ্গে যাওয়ার পর চেষ্টা থামিয়ে রাখার জন্য সে তাঁর জায়গা থেকে ব্যর্থতা বরণ করে নেয়, তাঁর জন্য আমরা বলি মানুষ ব্যর্থ হয়।
~~~ মাহিদুল
০৪-০৩-২০২১
পৃথিবীতে মানুষ তাঁর স্বপ্ন থেকে পুরোপুরি ব্যর্থ হবে এমনটা না! মানুষ কি ব্যর্থ হয়? মানুষ একসময় নিজের স্বপ্ন ও লক্ষ থেকে মনোবল, চেষ্টা-ধৈর্যহীন হয়ে লক্ষ থেকে পিছিয়ে যায়, তাঁর জন্য আমরা দেখি সে ব্যর্থ, আসলে সে ব্যর্থ না। সে তাঁর চেষ্টা থামিয়ে রেখেছে যাঁর জন্য আমরা দেখি সে ব্যর্থ। তবে অবশ্যই প্রত্যেক ব্যর্থতা থেকে নিশ্চয় মানুষ কিছু না কিছু শিখতে পারে। যে ব্যর্থতা তোমাকে শেখায় সেটা কিভাবে ব্যর্থতা হয় আমি জানি না।
~~~ মাহিদুল
২৪-০৫-২০২১
ব্যর্থতা মানে তুমি জীবনে কোনো কিছু করতে পারবে না তা না, তোমাকে আশাবাদী এবং আশা রাখতে হবে তোমার কর্মে, তুমি পারবে।
~~~ মাহিদুল
২৪-০৫-২০২১