the truth author

বিশ্বাস নিয়ে উক্তি

লাইফে যেমন সবাইকে চাইলেই পাওয়া যায়না, ঠিক তেমনি লাইফে বিশ্বাস করলে সবাই বিশ্বাসের মর্যাদা দিতে জানে না, এটাই বাস্তবতা।

~~~মাহিদুল

 

বিশ্বাস শব্দটা আজ আছে কাল হয়তো থাকবে না মানুষের মধ্যে, মানুষ থেকে বিশ্বাসের উৎপত্তি আবার মানুষ থেকে বিশ্বাসের ধ্বংসত্ব, মানুষ যা সৃষ্টি করে আবার মানুষ তাই ধ্বংস করে, কারন মানুষ চিরস্থায়ী প্রাণী নয় তাই মানুষের তৈরি কোনো কিছু চিরস্থায়ী বন্দোবস্ত হয় না।

~~~মাহিদুল

 

অন্ধ বিশ্বাস নিয়ে কাউকে ভালোবাসো না বিনিময়ে ফল ভালো পাবে না।

~~~ মাহিদুল

 

তুমি কাওকে বিশ্বাস করা লাগবে না, তুমি তোমার নিজেকে বিশ্বাস করে নাও, তবে তুমি অন্যদের বিশ্বাস করতে পারবে।

~~~ মাহিদুল

 

ভালোবাসা যায় যে কাউকে কিন্তু বিশ্বাস করা যায়না, ভালোবাসার মাঝে বিশ্বাস না থাকলে ভালোবাসা পরিপূর্ণ হয় না।

~~~ মাহিদুল

 

তুমি যাকে বিশ্বাস করো থাকেই ভালোবাসো, আর যাকে বিশ্বাস করতে পারবে না থাকে ভালোবাসেতে যেওনা।

~~~ মাহিদুল

 

যে যাকে বিশ্বাস করে সেও বিশ্বাসের অমর্যাদা করে, আর যে যাকে ভালবাসে সে থাকে দেয় এক বুক জ্বালা, মানুষের মন অথি নরম, থাকে শক্ত করার পিছনে দুটো কারন থাকে, বিশ্বাস ভালোবাসা, বিশ্বাস ভালোবেসে আঘাত পেতে পেতে তাদের মন পথরের মতো শক্ত হয়ে যায়, এতো সহজে কাউকে বিশ্বাস ভালোবাসতে পারে না তারা।

~~~ মাহিদুল

 

বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না, যদি দিতে জানতো তবে মানুষ এতো ভুক্তভোগী হতোনা।

~~~ মাহিদুল

 

প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করা প্রয়োজন, যে তোমার বিশ্বাসে আঘাত করেছে থাকেও বিশ্বাস করা প্রয়োজন, দেখবে একদিন তোমার বিশ্বাসের কারণে সেই অবিশ্বাসী মানুষটিও বিশ্বাসী মানুষ হয়ে উঠবে।

~~~ মাহিদুল

 

ভালোবাসার ক্ষেত্রে প্রথমে প্রয়োজন বিশ্বাস, দ্বিতীয়ত বিশ্বাসের মর্যাদা, তৃতীয়ত বিবাহ্ বন্ধনে আবদ্ধ হওয়ে সুন্দর ভাবে সংসার গড়ে তোলার নামই প্রকৃত মানুষদের প্রকৃত ভালোবাসা।

~~~ মাহিদুল

 

তুমি একজন মানুষকে প্রথমে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারো, যতক্ষণ পর্যন্ত সে তোমার বিশ্বাসের অমর্যাদা করেনি, এবং বিশ্বাস করার আগে যদি মনে করো যে তাঁর প্রতি এই রূপ বিশ্বাস রাখা ঠিক হবে না, তবে তা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক মানুষকে তোমার বিশ্বাস এবং আস্থা ভঙ্গ করার আগ পর্যন্ত তাঁদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা প্রয়োজন।

~~~ মাহিদুল

০৭০৯২০১৭

 

আমি একটা মেয়েকে বিশ্বাস করতে পারি কিন্তু মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে বিশ্বাস করতে পারি না।

~~~ মাহিদুল 

০৫১১২০১৭

 

তুমি প্রেমে পড় একবার দুবার তিনবার কিংবা একাধিকবার, মানুষ মাত্রই কোনো না কোনো সময় একে অপরের সঙ্গে প্রেমে পড়বে, কিন্তু কখনো কারোর বিশ্বাস এবং কারো আত্মসম্মান নিয়ে খেলা করো না।

~~~ মাহিদুল
২৩০৪২০২১

Exit mobile version