the truth author

বিজয়

তুমি ভেঙ্গে পড়ার জন্য পৃথিবীতে আসোনি , তুমি অপরাজয়ের মধ্যে থেকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও দেখবে বিজয় তোমার সম্মুখে অপেক্ষা করছে, যা কিছু খুব সহজে অবলম্বন করা যায়, তার প্রতি মায়া তেমন থাকে না, তুমি সহজে কোনো কিছু পাওয়ার আসা না করে কষ্টের মধ্যে দিয়ে এনো দেখবে জিনিস তোমার থেকে আর তুমি তার থেকে কখনো মায়া ত্যাগ করতে পারবে না,

~~~ মাহিদুল

 

Exit mobile version