the truth author

বন্ধু

তোমরা বন্ধুত্ব কে গনিষ্ট করো সৎ নম্র কথার মাধ্যমে তাহলে সে বন্ধুত্ব থাকবে চিরস্থায়ী, আর টাকার বন্ধুত্ব হলো ক্ষনস্থায়ী,

~~~ মাহিদুল

 

বন্ধুদের পেয়ে যতই শক্তিশালী নিজেকে মনে করোনা কেনো তার চেয়েও বেশী দূর্বল বন্ধুদের কাছে তুমি,

~~~ মাহিদুল

 

বন্ধুত্বের মূল্যায়ন সস্তা লোকের কাছ থেকে কখনো আশা করো না, বন্ধুত্ব গড়ে তুলো যে তোমাকে এবং তোমার বন্ধুত্বকে মূল্যায়ন করবে তার সঙ্গে, হোক সে গরীব কিংবা নিচু বংশের,

~~~ মাহিদুল

 

ছেলে মেয়ে উভয় বেশি দিন বন্ধুত্ব সম্পর্কের মধ্যে মেলামেশা করলে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে পারবে না, যে কোনো একজন একে অন্যের প্রেমে পড়বে, কারণ নর নারী বন্ধুত্ব গড়ার জন্য সৃষ্টি হয়নি, হয়েছে ভালোবাসার জন্য, আর যেখানে ভালোবাসার জন্য সৃষ্টি সেখানে বন্ধুত্ব বজায় রাখা সম্ভব না, আর বন্ধুত্ব বজায় রাখার জন্য প্রয়োজন উভয়ের দুরত্ব,

~~~ মাহিদুল
০১১১২০১৭

 

এক হাজার মিথ্যাবাদী বন্ধুর চেয়ে একশত সত্যবাদী শত্রু পাওয়া অনেক শ্রেয় মনে করি, কেননা মিথ্যাবাদী বন্ধু তোমাকে তিলে তিলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ধীরে ধীরে বিপদের সম্মুখীন করে জীবন ধ্বংস করে দিতে পারে, আর সত্যবাদী শত্রু তা করবে না, প্রকাশ্যে সে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এবং তাঁর থেকে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা টাও কম থাকবে, কারণ তুমি জানো সে তোমার শত্রু,

~~~ মাহিদুল
০১০২২০১৯

 

Exit mobile version