~~~ মাহিদুল
১০-১২-২০২০
বই লিখতে কলমের কালি কিন্তু একই থাকে, সব বইয়ের লেখক কিন্তু পাঠকের মনে সম্মান অর্জন করতে পারে না, কারণ সব লেখক জানে না কলমের কালি কোথায় এবং কিভাবে ব্যায় করতে হয় তাঁর জন্য।
~~~ মাহিদুল
১০-১২-২০২০
মানুষের হাতের স্পর্শের দ্বারা কলমের কালির রং একি থাকলেও তাঁর রূপ কিন্তু ছয় ধরণের হয়ে যায়, তাঁর কারণ মানুষের মন ও চিন্তাভাবনা।
(১) কলমের কালির দ্বারা কেউ পায় সম্মান।
(২) কলমের কালির দ্বারা কেউ অর্জন করে অসম্মান।
(৩) কলমের কালির দ্বারা কেউ হারায় জীবন।
(৪) কলমের কালির দ্বারা কেউ পায় জীবন।
(৫) কলমের কালি-জ্ঞানের আলো ছড়ায়।
(৬) কলমের কালি-মিথ্যার আলো ছড়ায়।
~~~ মাহিদুল
১০-১২-২০২০
প্রশ্ন অধিকাংশ লেখকদের কাছে, যাঁদের বই পড়ে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি ও পরিবর্তন হয়েছি, তাঁদের লেখা কি তাঁদের বাস্তব জীবনেও পরিবর্তন এনেছিল? আর না শুধু তাঁদের লেখার দ্বারা পাঠকদের জীবনে পরিবর্তন ও সফলতা হয়েছে।
~~~ মাহিদুল
১০-১২-২০২০
একজন লেখকের লেখা ও তাঁর অনুভূতি থেকে আমরা যতটা পরিবর্তন হওয়ার চেষ্টা ও শেখার চেষ্টা করি, আসলে সেই লেখকের জীবনে বাস্তবিক বিদ্যমান আছে কি’না জানতে তাঁর স্ত্রী’র ইন্টারভিউ নেওয়া উচিত্, কারণ লেখকের স্ত্রীই ভালোই বলতে পারবে তাঁর লেখার মতো তাঁর জীবনে বাস্তবিক পরিবর্তন আছে কি’না সেই সম্পর্কে। যদি স্ত্রী সত্যি বলতে ইচ্ছুক হয়, তবে অধিকাংশ লেখকই লজ্জায় লেখার আগে- নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে।
~~~ মাহিদুল
১০-১২-২০২০
লেখকদের লেখা বই চাই আগে নিজেদের পরিবর্তন করতে, তারপর অন্যেদের পরিবর্তন, কেননা যে লেখক নিজের লেখা বই থেকে জ্ঞান অর্জন ও নিজের মধ্যে তা ধাবিত করে রাখতে পারলো না, সেই বইয়ের লেখা থেকে অন্যেরা কি ভাবে জ্ঞানের আলো অর্জন করবে? যে কথার অনুশীলন (তাছির) নিজের মধ্যে নেই, সেই কথার জ্ঞান কিভাবে অন্যকে আলোকিত করবে।
~~~ মাহিদুল
১০-১২-২০২০
বই একমাত্র যে কি’না নীরব থেকেও তাঁর ভিতরের দৃশ্যে পড়ার দ্বারা (লেখা পড়ার দ্বারা) অন্যেরা আলোকিত এবং মানুষদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে।
~~~ মাহিদুল
১০-১২-২০২০
জীবনটা আমাদের বই লেখা অধ্যায়ের মতো না। যে চাইলেই খারাপ ও কষ্টের অধ্যায় গুলো বন্ধ করে নতুন অধ্যায় শুরু করা যাবে। জীবনে ভালো মন্দ প্রতিটা দিনের সাথে আমাদের লড়াই করে ঠিকে থাকতে হবে, প্রতিটা দিন ই হলো বইয়ের পৃষ্টা- শেষে এক অধ্যায়। চাইলেই খারাপ ও কষ্টের দিন গুলো পরিবর্তন করে ভালো দিন গুলো শুরু করতে পারবে না। Step by Step আপনাকে সে গুলোর মোকাবিলা করে ভালো দিন গুলো জীবনে ফিরিয়ে আনতে হবে ধৈর্য্য ও চেষ্টা সহকারে।
~~~ মাহিদুল
০২-০৬-২০২১