the truth author

প্রার্থী

একজন প্রার্থী টাকা দিয়ে ভোট ক্রয় করে আর একজন ভোটার টাকার কাছে দেশ জাতির রক্ষক ভোট বিক্রি করে, দুজন কে সমান অপরাধী সাব্যস্ত করে 5 বছরের জন্য কারাগারে পাঠানোর বাংলাদেশের সংবিধানে নতুন আইন তৈরি করার সিদ্ধান্ত নেন, কারন একটা ভোটের উপর দেশ জাতির দ্বায়িত্ব, একটা ভোটে দেশ জাতি কে পাল্টাতে পারে , ঠিক তেমনি একটা ভোটে দেশ জাতিকে বিনষ্ট করতে পারে, আর সেই ভোট আজ টাকার কাছে বিক্রি হয়, আর এর জন্যই তো আমার দেশে দুর্নীতি, কারন যারা টাকা দিয়ে ভোট ক্রয় করে গদিতে বসেছে, তাদের কোনোই যোগ্যতা দেখে জনগণ ভোট দেয়নি, ভোট দিয়েছে টাকা দেখে, আর যোগ্য ব্যক্তিরা আজ ঘরে বসে আছে, যোগ্য ব্যক্তিদের আজ কোনোই দাম নেই, দেশ জাতিকে রক্ষা করতে হলে যোগ্য ব্যক্তির প্রয়োজন আছে, অযোগ্য ব্যক্তির নয়, কিন্তু আজ যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্য থাকে বঞ্চিত, কিন্তু কেনো, কারণ তাদের অর্থ নেই জনগণের ভোট ক্রয় করার, বেশিরভাগ ভোটারেরা চায় শুধু টাকা, চায়না যোগ্যতা, আর এর জন্যেই দেশ জাতি দুর্নীতি মুক্ত হয়নি, দুর্নীতির এক অংশ তখন দমন করা যাবে যখন টাকার কাছে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবে, আর নির্বাচন কমিশনার মনোনয়ন পত্র দেওয়া প্রার্থীর সঠিক ভাবে তথ্য সংগ্রহ করবে, সে সৎ যোগ্য ব্যক্তি কিনা, যোগ্য ব্যক্তি দেখে মনোনীত করবেন, আমার বিশ্বাস তখনও বাঙ্গালী জাতিকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে,

~~~ মাহিদুল

 

Exit mobile version