the truth author

প্রার্থনা

                            প্রার্থনা

            মাহিদুল ইসলাম আল মাহদী

ক্রন্দন করি আমি খোদা তোমারি কাছে,
শেষ বিচারের হিসাব মোর নিও সহজে,
তুমি ছাড়া রহম করবে কে আমাকে,
সঙ্গী সাথী ত্যাগ করে যাবো তোমারি কাছে,
পরকালের ভয় যখন অন্তরে জাগে,
ক্রন্দন করি ভয়ে তোমারি কাছে,
কতো গোনাহ্ করেছি আমি জানা অজানায়,
ক্ষমা করে দিও আমায় পরকালের ঠিকানায়,
কবর ডাকে প্রতিদিন এসো আমার কাছে,
একা আসলে হবে না তুর সঙ্গী নিয়ে আয়,
সঙ্গী তুর নামাজ, রোজা, কোরান,হাদিস সওয়াব,
তা না হলে শাস্তি পাবে কিয়ামতের আগ,
কবর বলে প্রতিদিন হে আদম সন্তান,
আজ শাস্তি ক্ষমার জন্য কবরে কি করিলে দান,
মা বাবা সঙ্গী সাথী যাবে না তুর সঙ্গে,
সময় থাকতে পুঁজি করো দুনিয়ার জমিনে,
এদিন আর আসবে না ভাই করবে পরে আফসোস,
সময় থাকতে পুঁজি করো দুনিয়ায় রোজ,
নামাজ পড়ো রোজা রেখো ওহে মুসলমান,
তাহলে তুমি পরকালে পাবে বেহেস্থে স্থান।

                         সমাপ্ত

যদি কখনো মরে যাই তোমাদের আগে, লাশ আমার দাপন দিও তোমাদের মনে, বাণী গুলো লেখে দিলাম তোমাদের তরে, নিঃস্বার্থ মোর সব কথা, স্বার্থ মোর একটাই, মৃত্যুর পর দু হাত তুলে বিধাতার কাছে প্রার্থনা করো ভাই,

~~~ মাহিদুল

আমি সৃষ্টির রচয়িতা যিনি তাঁর কাছে প্রার্থনা করি, আমার ভিতরে যেই সব গুণাবলী বিদ্যমান রয়েছে সব গুলোকে জাগ্রত করে দিন,

~~~ মাহিদুল
২৬০১২০১৮

 

 

 

Exit mobile version