the truth author

প্রতিবন্ধী সম্পর্কিত উক্তি

শারীরিক প্রতিবন্ধী মানুষ শুধু প্রতিবন্ধী এমন না, কিছু সুস্থ মানুষও শারীরিক প্রতিবন্ধী মানুষদের থেকেও শতগুণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী আর মানসিক প্রতিবন্ধী এই দু’য়ের মধ্যে পার্থক্য হলো! প্রথম জন যাই ভাবে না কেনো তাঁর শারীরিক সুস্থতা নিয়েই ভাবে, আমার একটা সুস্থ জীবন হলে ভালো হতো। আর মানসিক প্রতিবন্ধী যাই ভাবে না কেনো, তাঁর প্রথম এটাই মাথায় থাকে, আমার কি আছে সেটা না, আমার কি নেই সেটাই, অন্যের অর্থ দেখে ঈর্ষান্বিত হওয়া, অন্যের চেষ্টা ও সফলতা দেখে চোখের বুকে মানসিক চাপ নিয়ে মানসিক প্রতিবন্ধী হওয়া। তাঁর জন্য আমি তাঁদেরকে বলি তাঁরা শারীরিক প্রতিবন্ধী থেকেও বড় প্রতিবন্ধী, সেই সব মানুষেরা সুস্থ শরীরে মানসিক প্রতিবন্ধী।

~~~ মাহিদুল
০৪-০৩-২০২১ 

Exit mobile version